BRAKING NEWS

আয়ের সাথে সঙ্গতিহীন মামলা : আবারও ক্রাইম ব্রাঞ্চের জেরের মুখোমুখি সিপিএমের প্রাক্তন বিধায়ক পবিত্র কর

আগরতলা, ২৪ জানুয়ারি (হি. স.) : আবারও ক্রাইম ব্রাঞ্চের টানা জেরার মুখোমুখি হলেন প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান সিপিএম নেতা পবিত্র কর। আয়ের সাথে সঙ্গতিহীন মামলায় আজ তাঁকে ক্রাইম ব্রাঞ্চ প্রায় দেড় ঘন্টা জেরা করেছে। ক্রাইম ব্রাঞ্চ থেকে ফিরে এসে আইনজীবী ভাস্কর দেবকে পাশে বসিয়ে পবিত্র বাবু দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। ক্রাইম ব্রাঞ্চ তাঁর বিরুদ্ধে ২৮ কোটি টাকা আয়ের সাথে সঙ্গতিহীন মামলায় তদন্তে এখনো কোন অসঙ্গতি খুঁজে বের করতে পারেনি। কারণ, তদন্তকারী অফিসারের সমস্ত প্রশ্নের জবাব নির্দ্বিধায় দিয়েছেন তিনি, এমনটাই জোর গলায় দাবি করেন পবিত্র কর।


প্রসঙ্গত, বোধজং নগর থানায় প্রাক্তন বিধায়ক পবিত্র করের বিরুদ্ধে ২৮ কোটি টাকা আয়ের সাথে সঙ্গতিহীন মামলা দায়ের হয়েছিল। ইতিপূর্বে ভিজিলেন্স তদন্ত করেছে। এখন ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে। ওই মামলায় ইতিপূর্বে তাঁর বাড়িতে হানা দিয়েছিল ক্রাইম ব্রাঞ্চ। তাছাড়াও তাঁকে ডেকে দীর্ঘ চার ঘন্টা জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারী অফিসাররা। আজ তাঁকে পুণরায় ক্রাইম ব্রাঞ্চের জেরার মুখোমুখি হতে হয়েছে।


এদিন তাঁর আইনজীবী বলেন, বিরোধী দলের সামনের সারির নেতাকে রুখতেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে পবিত্র করকে। ক্রাইম ব্রাঞ্চ এখনো আয়ের সাথে সঙ্গতিহীন মামলায় তদন্তে কিছুই প্রমান করতে পারেনি। বরং, কৃষিক্ষেত্র থেকে তাঁর মক্কেলের আয় এবং মেয়ের ষ্টাইপেন্ড সমস্ত কিছু একত্রে জুড়ে দিয়ে আয়ের সাথে সঙ্গতিহীন অপরাধ প্রমাণিত করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, পবিত্র বাবুকে ক্রাইম ব্রাঞ্চ অযথা হয়রানি করছে।


এদিকে, পবিত্র কর ওই মামলা নিয়ে শাসক এল এবং ত্রিপুরা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। তবুও ধৈর্য্যের সাথে সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। ক্রাইম ব্রাঞ্চকে তদন্তে সহযোগিতা করেছি। তিনি অভিযোগ করেন, অমানবিক নির্যাতন করছে ক্রাইম ব্রাঞ্চ। কিন্ত, লড়াইয়ের ময়দান থেকে কোনভাবেই পিছু হটব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *