BRAKING NEWS

জাতীয় সংবাদ-গোষ্ঠীর সমীক্ষায় অসমের ৫৬.৬ শতাংশ মানুষ মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের কাজে সন্তুষ্ট, অভিনন্দন বদরউদ্দিনের

গুয়াহাটি, ২২ জানুয়ারি (হি.স.) : দেশের একটি জাতীয় সংবাদ-গোষ্ঠীর সমীক্ষায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে রাজ্যের অধিকাংশ মানুষ পছন্দ করেন বলে যে খবর প্রকাশ হয়েছে, সে জন্য মুখ্যমন্ত্রী ড. শর্মাকে অভিনন্দন জানিয়েছে বিরোধী এআইইউডিএফ৷

দলের সভাপতি তথা ধুবড়ির সাংসদ মৌলানা বদরউদ্দিন আজমলের উদ্ধৃতি দিয়ে এক প্রেসবার্তায় এআইইউডিএফ-এর সাধারণ সম্পাদক হায়দর হুসেন বরা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ওই সংবাদ গোষ্ঠীর ‘মুড অব দ্য ন্যাশন’-এ প্ৰকাশিত দেশের বিজেপি-শাসিত রাজ্য সরকারগুলির মধ্যে ব্যতিক্ৰম কেবল অসম৷ রাজ্যের ৫৬•৬ শতাংশ মানুষ মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার কাজকর্মে সন্তুষ্ট বলে যে খবর প্ৰকাশ হয়েছে তার জন্য অসমের মুখ্যমন্ত্ৰীকে অভিনন্দন জানাচ্ছে এআইইউডিএফ তথা দলপতি, সাংসদ বদরউদ্দিন আজমল৷


ধুবড়ির সাংসদ মৌলানা বদরউদ্দিন আজমলের উদ্ধৃতি সংবলিত প্রেসবার্তায় বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা অসমের জন্য যে গৌরব কেড়ে এনেছেন সেজন্য তাঁর প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি৷ ড. হিমন্তবিশ্ব শৰ্মার নেতৃত্বে অসম উন্নতির শিখরে পৌঁছবে বলে আশা ব্যক্ত করে সমাজে শান্তি সম্প্ৰীতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে তাঁর নেতৃত্ব এক বলিষ্ঠ ভূমিকা গ্ৰহণ করবে বলে মনে করেন বদর উদ্দিন আজমল৷

অতি সম্প্ৰতি অসম-মেঘালয়ের সীমা বিবাদ নিষ্পত্তির জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে স্বাগত জানিয়েছেন এআইইউডিএফ-প্রধান৷ তবে বিবাদাকৃত সীমান্তবর্তী এলাকাগুলির সর্বশ্ৰেণির বাসিন্দারা তাঁদের ন্যায্য লাভ করবেন বলে আশা ব্যক্ত করেছে সাংসদ মৌলানা বদরউদ্দিন আজমল৷ তিনি আরও বলেন, মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার নেতৃত্বে অসমের অন্য জ্বলন্ত সমস্যাবলিও শীঘ্র সমাধান হওয়ার পাশাপাশি রাজ্যে বসবাসকারী জাতিধৰ্মবর্ণ নিৰ্বিশেষে সকলের যাতে সমউন্নয়ন হয় সে আশা করেছেন সাংসদ আজমল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *