BRAKING NEWS

Suffering : উদয়পুরের ফুলকুমারী এলাকার জনগণ দীর্ঘদিন ধরেই রাস্তার সমস্যায় ভুগছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী। গোমতী জেলার উদয়পুরের ফুলকুমারী এলাকার জনগণ দীর্ঘদিন ধরেই রাস্তার সমস্যায় ভুগছেন। এলাকার রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।কিন্তু রাস্তাটি সংস্কার করা হয়নি বিগত পুর পরিষদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বর্তমান পুর প্রশাসন ক্ষমতায় আসার পর পুর প্রশাসনের কর্মকর্তারা এলাকার রাস্তাটি পরিদর্শন করেন।

উদয়পুরের ফুলকুমারি এলাকার একটি রাস্তার কাজ পরিদর্শনে গেলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল মজুমদার। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলার সহ পূর্ত দপ্তরের কর্মকর্তারা। পরিদর্শন শেষে শীতল মজুমদার বলেন, রাস্তাটির দুই পাশে প্রথমে ড্রেন নির্মাণ করা হবে। এরপর পূর্ত দপ্তরের মাধ্যমে রাস্তাটির সংস্কারের কাজে হাত দেওয়া হবে। জানা গেছে, ফুলকুমারী এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়েছিল। রাস্তাটি সংস্কারের জন্য এলাকার লোকজন বহুবার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে স্থানীয় লোকজনের। পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই এলাকার রাস্তাটি সংস্কারের কাজ হাতে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *