BRAKING NEWS

হাইকোর্ট থেকে রেহাই না পেলে জেল থেকেই নির্বাচনে লড়বেন খায়রা

চণ্ডীগড়, ১৫ জানুয়ারি (হি.স) : পঞ্জাব কংগ্রেসের প্রকাশিত তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম হল ভুলথ বিধানসভা কেন্দ্রের সুখপাল সিং খায়রার। খায়রা হাইকোর্ট থেকে জামিন না পেলে জেল থেকেই নির্বাচনে লড়বেন। ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর তিনি এখন জেলবন্দি রয়েছেন।

পঞ্জাবের জেল থেকে নির্বাচনে লড়ার একটা পুরনো ঐতিহ্য রয়েছে। ৯০-এর দশকে সিমরনজিৎ সিং মান সহ অনেক নেতা জেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৮ জানুয়ারি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে খায়রার মামলার শুনানি হওয়ার কথা। জামিন না হলে তার ছেলে মহিতাব সিং খায়রা বাবার নির্বাচনী প্রচার চালাবেন অথবা হাইকমান্ড তার ছেলেকে প্রার্থী করতে পারেন।


সুখপাল সিং খায়রার বাবা সুখজিন্দর সিং একজন অকালি নেতা ছিলেন। তিনি বাদল সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন, যার মৃত্যুর পর সুখপাল সিং খায়রা রাজনীতিতে পা রাখেন। কিন্তু খায়রা অকালি দলের পরিবর্তে কংগ্রেস থেকে তার রাজনৈতিক ইনিংস শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *