BRAKING NEWS

ডিজিএমের বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্যুত নিগমের অফিস ঘেরাও করলেন উপাধ্যক্ষ

ধর্মনগর, ১১ জানুয়ারি : বিদ্যুত নিগমের অফিস ঘেরাও করলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে, ধর্মনগর চন্দ্রপুর স্থিত বিদ্যুত নিগমের ডিজিএম অফিস ঘেরাও করেন তিনি।


প্রসঙ্গত, বিদ্যুৎ নিগমের ডিজিএম ধীমান দাসের উপর ধর্মনগরবাসীর ক্ষোভ দীর্ঘদিনের। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে বাধা সৃষ্টি করা তাঁর স্বভাবসিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ধর্মনগরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাঁর জন্যই বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এজন্য মঙ্গলবার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং নির্বাচিত পরিষদের সদস্য সদস্যরা মিলে ধর্মনগরের চন্দ্রপুরের বিদ্যুৎ নিগমের ডিজিএম অফিস ঘেরাও করেন।


এদিন বিশ্ববন্ধু সেন বলেন, ডিজিএম ধীমান দাস ধর্মনগরের প্রতিটা উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে যাচ্ছেন। আইন-কানুন দেখিয়ে প্রতিটি উন্নয়নের কাজ সরিয়ে রাখার একটা প্রবণতা তাঁর মধ্যে সবসময় কাজ করে চলেছে। তিনি সম্পূর্ণ বামমার্গীয় চিন্তা ধারায় বিশ্বাসী, তাই ধর্মনগরের উন্নয়ন কোন মতেই মেনে নিতে পারেন না। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন উপাধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *