BRAKING NEWS

এসএসকেএমে ফের করোনা থাবা, সমস্যায় সাধারণ মানুষ

কলকাতা, ৯ জানুয়ারি (হি. স.): করোনা হানায় নাজেহাল শহরবাসী । প্রতিনিয়ত আতঙ্ক দিচ্ছে অদৃশ্য এই ভাইরাস । এই পরিস্থিতির মাঝেই ক্রমাগত চওড়া হচ্ছে হাসপাতাল গুলোতে করোনা থাবা । এরই মাঝে ফের এসএসকেএমে করোনা থাবা ।এসএসকেএমে মোট করোনা আক্রান্ত ২৬ জন চিকিৎসক । যার ফলে সমস্যায় সাধারণ মানুষ ।

করোনা হানায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড় সকলের । গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১৮ হাজার । তারই মাঝে এসএসকেএম হাসপাতালে বাড়ছে করোনা হানা । তারফলে করোনার টেস্টে সমস্যা হবে বলে মনে করছে হাসপতালের সদস্যরা । রোজ গড়ে ২ হাজার ৬০০টি করে টেস্ট হওয়ার কথা থাকে কিন্তু গত তিনদিন ধরেই দেখা গিয়েছে সমস্যা । যাঁরা ৫দিন আগে টেস্ট করিয়েছেন, তাঁরাও এখন রিপোর্ট হাতে পাননি । কারণ মাইক্রোবায়োলজি বিভাগের বেশিরভাগ চিকিৎসক করোনা আক্রান্ত । যার ফলে সমস্যায় সাধারণ মানুষ । এসএসকেএমে মোট করোনা আক্রান্ত ২৬ জন চিকিৎসক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *