BRAKING NEWS

কলসী বাজারে কালো দিবস পালন তিপ্রা মথার

শান্তিরবাজার, ৮ জানুয়ারি : ২০১৯ সালের ৮ জানুয়ারী মাধব বাড়ীতে নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হতে হয়েছে তিপ্রা মথা দলের কর্মীদের। তাই এইদিনকে কালো দিবস হিসাবে চিহ্নিত করে তিপ্রা মথা শনিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর ব্লকের অধীনে কলসী বাজারে এক রেলি ও বাজারসভা সংগঠিত করেছে।  কালো ফিতা পরিধান করে এই কালো দিবস পালন করলো তিপ্রা মথার কর্মীসমর্থকরা। আজকের এই কালো দিবস উৎযাপনে উপস্থিত ছিলেন জোলাইবাড়ীর তিপ্রা মথার ব্লক সভাপতি হর মজুমদার ত্রিপুরা, সহ সভাপতি নারায়ন রিয়াং, উদয়মানিক ত্রিপুরা, তিপ্রা মথার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গৌরব মগ চৌঁধুরী, সংগঠনের সম্পাদক জিকে নোয়াতিয়া, দক্ষিন জেলার জোনালের জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা তিপ্রামথা দলের বিভিন্ন দিকগুলি জনসন্মুখে তুলে ধরেন। আজকের এই কালোদিবস উৎযাপন সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন দক্ষিন জেলার জোনালের জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং। তিপ্রা মথা কতৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে কর্মীসমর্থকদের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *