BRAKING NEWS

Murder : পানিসাগরে ষাটোর্ধ ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ ডিসেম্বর৷৷ পানিসাগরের উপথাকালি এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের উপর উদ্ধার ষাটোর্ধ ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ৷মৃত ব্যক্তির নাম শৈলেন্দ্র দেবনাথ (৬৩)৷ পরিবারের দাবি টাকা পয়সার লেনদেন জনিত কারনে হত্যা করা হয়েছে৷ হত্যা নাকি পথদূর্ঘটনা তা খতিয়ে দেখছে পানিসাগর থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার পানিসাগর থানাধীন উপথাকালি গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা শৈলেন্দ্র দেবনাথ পিতা মৃত সুরেন্দ্র দেবনাথ পেশায় রাজমিস্ত্রি প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যা রাতে বাড়ি থেকে বের হন৷


কিন্তু অনেক রাত হওয়াতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর শৈলেন্দ্র দেবনাথকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান পরিবারের লোকজন৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় পানিসাগর দমকল অফিসে৷ দমকল কর্মীরা অকুস্থলে ছুটে এসে ক্ষতবিক্ষত অবস্থায় ষাটোর্ধ বৃদ্ধা শৈলেন্দ্রকে উপথাকালি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন৷


তারপর শনিবার বিকেল নাগাদ ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷সাথে পানিসাগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷ এদিকে মৃত ব্যক্তির বোন জামাতা নান্টু দেবনাথ অভিযোগ করে বলেন,শনিবার সন্ধ্যায় শৈলেন্দ্র বাড়ির পাশে এক কর্মকার বাড়িতে টাকা পয়সার লেনদেন জনিত কারণে টাকা চাইতে গিয়েছিলেন৷আর সেই টাকা চাওয়াতেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷তিনি আরো বলেন, মৃতদেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে৷তবে যেহেতু আসাম আগরতলা জাতীয় সড়কের উপর মৃতদেহ উদ্ধার হয়েছে সেক্ষেত্রে পথ দূর্ঘটনার ঘটনাটিও এড়িয়ে দিচ্ছেনা সানীয় থানার পুলিশ৷এখন ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে এটা পরিকল্পিত হত্যা নাকি পথদূর্ঘটনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *