BRAKING NEWS

Drinking water : তেলিয়ামুড়ার পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ ডিসেম্বর৷৷ শুখা মরসুমের শুরুতেই পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷সংকট মোকাবেলায় প্রশাসনকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠেছে৷ সুখা মরসুম শুরু হতেই গ্রাম পাহাড়ে বসবাসকারী মানুষদের মধ্যে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে৷ কারণ একটাই পানীয় জলের তীব্র সংকট৷ এ সংকট দূরীকরণে অনেক সময় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয় ,আবার অনেক জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় না প্রশাসন৷


এমনই একটি প্রত্যন্ত এলাকা রয়েছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের নোনা ছড়া এডিসি ভিলেজের হামপাইলা এলাকা৷তেলিয়ামুড়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার চড়াই উতরাই পাহাড়ি পথ অতিক্রান্ত করে যেতে হয় মুঙ্গিয়াকামি ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের হাম পাইলা এলাকায়৷ বর্তমানে ওই এলাকায় কুড়িটি উপজাতি রিয়াং সম্প্রদায়ের বসবাস৷ প্রত্যেক পরিবার জুমচাষ কিংবা বনের লতা পাতার উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে যুগের পর যুগ ধরে৷ ওই এলাকায় বসবাসকারী উপজাতি গিরিবাসীদের অন্যান্য মৌলিক সমস্যা কথা না তুলে ধরলেও বিশুদ্ধ পানীয় জলের জন্য যে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় তা এককথায় বলা চলে৷ যদিও বর্তমানে গাড়ির মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে৷ তারপরেও কিন্তু সমস্যার সমাধানকল্পে ঘাটতী রয়ে যাচ্ছে৷
অনেক সময় ওই এলাকায় গাড়ির মাধ্যমে পানীয় জল পৌঁছলেও ছড়া কিংবা গর্তে জমে থাকা জলের উপর নির্ভর করতে হয়৷ তাও আবার কয়েকশো ফুট গভীর পাহাড়ের নিচে ছড়া কিংবা পাথর চোষা জল সংগ্রহ করে আনতে হয়৷ আর এই অপরিশ্রুত পানীয় জল পান করে জল বাহিত নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে৷ কচিকাঁচা শিশুসহ বয়োজ্যেষ্ঠরা এই অপরিশ্রুত পানীয় জল সংগ্রহ করে স্নানের জন্য৷ অনেক সময় সেই জল থেকে খাবারের জলের ব্যবস্থা হচ্ছে৷


এদিকে এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষকে যেন বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয় সেই দাবি উঠেছে৷ এখন দেখার বিষয় মুঙ্গিয়াকামি ডিডব্লিউ এস দপ্তর থেকে মুঙ্গিয়াকামি ব্লকের নুনাছড়া এ ডি সি ভিলেজের হাম পাইলা এলাকায় পানীয় জলের ব্যবস্থা গ্রহণ করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে৷ তবে ওই এলাকায় বসবাসকারী জনজাতি গিরিবাসীদের একমাত্র দাবি সরকার যেন তাদের পানীয় জলের সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *