BRAKING NEWS

Tipraland : তিপ্রাল্যান্ডের দাবীতে তিপ্রা মথা ও আইপিএফটির ধরনা যন্তরমন্তরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে দিল্লির যন্তর মন্তরে গণনা আন্দোলনে শামিল হয়েছে তিপরা মথা এবং আইপিএফটি দল৷দিল্লির যন্তর মন্তরে তারা ধরনা সংগঠিত করেন৷পৃথক দাবিতে ত্রিপুরা ল্যান্ডের দাবিতে তিপরা মথা এবং আইপিএফটি দল আন্দোলন জোরদার করার অঙ্গ হিসেবে মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে ধরনা সংগঠিত করে৷ যতদিন পর্যন্ত পৃথক ত্রিপুরা ল্যান্ড গঠন সম্ভব না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷


তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন নেতৃত্বে যন্তর মন্তরে মঙ্গলবার থেকে ধরনা আন্দোলন সংগঠিত হয়৷ যন্তর মন্তরে আন্দোলন স্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন কোন ১৯৭০ সাল থেকে ত্রিপুরা উপজাতিরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে৷ এর আগে জনজাতিরা সংখ্যাগুরু ছিল৷ বাংলাদেশ থেকে ও উপজাতিরা রাজ্যে এসে সংখ্যাগুরুতে পরিণত হয়েছে৷


ত্রিপুরার ভূমিপুত্র উপজাতিরা সংখ্যালঘুতে পরিণত হওয়ায় তাদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে৷ সে কারণেই তারা পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছে৷ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন কোন দলের সহকারী জনতা তাদের স্বার্থ সুরক্ষায় আন্তরিক প্রয়াস নেয় নি৷ তিপরা মথা দল রাজনৈতিকভাবে দাবি আদায় করতে বদ্ধপরিকর৷ দিল্লির যন্তর মন্তরে ধরনা আন্দোলনকে কেন্দ্র করে জনজাতি অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *