BRAKING NEWS

Seriously injured : চুড়াইবাড়িতে বাইক-ডাম্পারে সংঘর্ষে গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বহিঃ রাজ্যে চিকিৎসাধীন এক বাইক চালক৷ মঙ্গলবার দুপুর নাগাদ উত্তর জেলার চুরাইবাড়ি কদমতলা সড়কে ঘটে গেল এই ভয়াবহ পথ দুর্ঘটনা৷ দূর্ঘটনায় গুরুতর ভাবে জখম বাইক চালকের নাম রেজাউল আলম (২৪),পিতা আফতাব আলী৷তার বাড়ি চুরাইবাড়ি থানা এলাকায়৷


জানা গেছে,চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়ি কদমতলা সড়কের প্রেমতলা সংলগ্ণ এলাকায় একটি ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷বাইক চালককে বাঁচাতে ডাম্পার গাড়িটি রাস্তায় পাশে উল্টে যায়৷ ট্রাক চালক অক্ষত থাকলে বাইক চালকের অবস্থা গুরুতর৷


ঘটনার খবর পেয়ে অকুস্থলে প্রেমতলা দমকলকর্মীরা এসে বাইক চালককে কদমতলা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বহিঃ রাজ্যের শিলচর রেফার করেন৷এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান,বাইক চালক রেজাউল আলম অপর এক ব্যক্তির সুপার স্ফেন্ডার বাইক নিয়ে চুরাইবাড়ি থেকে কদমতলা অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ছয় চাকার পাথর বোঝাই ডাম্পার গাড়ি এসে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটে এই বিপত্তি৷

প্রত্যক্ষদর্শীরা আরো জানান,আহত বাইক চালক পেশায় পাথর কুয়াড়ির শ্রমিক৷ অপরদিকে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে দূর্ঘটনা গ্রস্ত বাইক ও গাড়িটি তাদের হেফাজতে নিয়েছে৷সাথে একটি পথদূর্ঘটনার মামলা রুজু করেছে৷তবে নিত্যদিন পথ দূর্ঘটনার মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাজ্যের পরিবহন বিভাগ বিনা কাগজপত্র নিয়ে বাইক অথবা গাড়ি চালানো, অধিক যাত্রী নিয়ে গাড়ি চালানো সহ অধিক স্পিডের লাগাম টানতে সম্পূর্ণ রুপে ব্যার্থ৷আর তাতে করে প্রতিদিন পথ দূর্ঘটনা মাত্রাধিক ভাবে বৃদ্ধি পাচ্ছে৷খালি হচ্ছে মায়ের কোল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *