BRAKING NEWS

Former police officer arrested : সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট দেয়ায় ধৃত প্রাক্তন পুলিশকর্মী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ নভেম্বর৷৷ সোস্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে অনেক অপ্রকাশিত সংবাদ ও ভালো মন্দ বিষয়ে জনগণ অবহিত হচ্ছেন৷ এই ধরনের সোস্যাল মিডিয়াতে সাম্প্রদায়িক উত্তেজনা ও প্ররোচনামূলক বিষয় শেয়ার করার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যাক্তিকে সাইবার ক্রাইম আইনে আটক করেছেন রাধাকিশোরপুর থানার পুলিশ৷ ধৃত ব্যক্তির নাম দুলাল মিয়া পালোয়ান ( ৬০)৷


উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত খিলপাড়া রাম সাগর ও মহেন্দ্র সাগর নামে জোড়া দিঘির দক্ষিণ মধ্য পাড়া এলাকায়৷ দুলাল মিঞা রাজ্য পুলিশের একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী৷ বৃহস্পতিবার সন্ধ্যায় অবসরপ্রাপ্ত ঐ পুলিশ দুলাল মিঞাকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসেন৷ সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধ কাজে যুক্ত থাকার প্রমাণ মিলেছে দুলাল মিঞার বিরুদ্ধে৷ এক পুলিশ আধিকারিক জানান পুলিশের নজরে তাই সাইবার ক্রাইম আইনে তাকে আটক করা হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে তার নিজ বাড়ি থেকে রাধাকিশোরপুর থানার পুলিশ পুলিশ আটক করেছে৷ তার বিরুদ্ধে ১৫৩, এবং ধারায় মামলা নেওয়া হয়েছিলো বলে সংবাদ জানা যায়৷ এদিকে ধৃত ব্যক্তিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হলে জামিনে মুক্তি পায় বলে জানা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *