মেলবোর্ন, ৩০ অক্টোবর (হি. স.) : শনিবার করোনা আবহে এক নতুন সকাল দেখল অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন । এদিন খুলেছে দোকান বাজার। রাস্তা ঘাটে চোখে পড়েছে ভিড়।
করোনা অতিমারির শুরুর পর থেকে দীর্ঘ নমাস ধরে লকডাউন দেখেছে মেলবোর্ন। সরকারের তরফে এদিন বিধিনিষেধ শিথিল হওয়ার পর বাইরে বেরিয়েছেন অনেক মানুষ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে ১৬ বছর বা তার বেশি বয়সীদের টিকাকরণের হার ৮০ শতাংশ অতিক্রম করার পরেই নিয়মে শিথিলতার কথা ঘোষণা করে সরকার। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মতে, মূলত টিকাবিহীনদের মধ্যে গুরুতর সংক্রমণ প্রভাব লক্ষ্য করা গিয়েছে।
2021-10-30