কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.) : ১ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। ওই দিনই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।শুরু সয়েছে তার প্রস্তুতিপর্ব।
আবেদন জমা নেওয়ার কাজ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। রোজ দু’ঘণ্টা করে বুথ লেভেল অফিসাররা বুথে বসবেন। আর ৬ নভেম্বর, ভ্রাতৃদ্বিতীয়ার দিন বাদে বাকি শনিবার-রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বসবেন বুথ লেভেল অফিসার। সেখানে গিয়ে ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন, ঠিকানা পরিবর্তন সবকিছুই আবেদন করা যাবে। সেইসব আবেদনের শুনানি হবে ডিসেম্বর মাস জুড়ে।
৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তবে খড়দহ-সহ যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, সেখানে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে না। তা হবে, ৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। এই ক’দিন ওই চার কেন্দ্রে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি তুলল সব রাজনৈতিক দল।দাবি তোলা হয়েছে, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করে সবার উপযুক্ত ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে। এ ব্যাপারে কমিশনের সতর্ক হওয়া উচিত। সিপিএমের পক্ষ থেকে রবীন দেব বলেন, বুথ লেভেল অফিসাররা ঠিকমতো বুথে বসেন না, এ ব্যাপারটা নিশ্চিত করতে হবে। কোনও ব্যক্তি মারা গিয়েছেন বলে অভিযোগ করা হলে কমিশনকেই পুরসভা ও পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট জোগাড় করতে হবে অথবা এ ব্যাপারে তথ্য জোগাড় করতে হবে। অভিযোগকারীকে ডেথ সার্টিফিকেট জোগাড় করার পদ্ধতি বাতিল করা হোক।