মুম্বই, ২৯ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের আবেদন খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। অনিল দেশমুখকে হাজিরা দেওয়ার জন্য বহুবার সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র সমনকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনিল দেশমুখ। কিন্তু, শুক্রবার তাঁর আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ্ আদালত।
অনিল দেশমুখকে অন্ততপক্ষে ৫ বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু, একবারও হাজিরা দেননি তিনি। ইডি-র সমনকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনিল দেশমুখ। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিয়ে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন অনিল দেশমুখের আর্জি খারিজ করেছে বিচারপতি নীতিন এম জামদার ও বিচারপতি সারাং ভি কোটওয়ালের ডিভিশন বেঞ্চ।