ঘাটাল, ২৩ অক্টোবর (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে আগুনে পুড়ে গেল একটি বেকারি কারখানা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত রাধানগর এলাকার ঘটনা। শনিবার ভোররাতে হঠাৎ দাউ-দাউ করে জ্বলতে থাকে ওই বেকারি কারখানাটি। আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় কারখানার ভিতরে থাকা রুটি, বিস্কুট, কেক। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে খবর দেওয়া হয় দমকলে।
আগুন নেভাতে আসে দমকলের দু’টি ইঞ্জিন, দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে যদিও আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত যায় বেকারিটি। বেকারির মালিক পক্ষের দাবি, বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে ঘাটাল থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন মালিকপক্ষ। আগুনে কারখানা পুড়ে যাওয়ায় মাথায় হাত মালিকের।