শ্রীনগর, ২৩ অক্টোবর (হি.স) : ভূ-স্বর্গে চালু করা হচ্ছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। শনিবার ৩ দিনের সফরে জম্মু-কাশ্মীরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার হাত ধরেই সাজবে শ্রীনগর থেকে শারজা ও সংযুক্ত আরব আমিরশাহির বিমান। তিনদিনের সফরের প্রথমদিনেই শ্রীনগর থেকে আন্তর্জাতিক উড়ানের সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রীনগরে পৌঁছেই দেখা করতে যান শ্রীনগরের সিআইডি অফিসার পারভেজ আহমেদের বাড়ি। সেখানে গিয়ে কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে। সমবেদনা জানান। উল্লেখ্য, দুই মাস আগে জঙ্গিদের হাতে মারা যান পারভেজ।
সূত্রের খবর, উপতক্যায় সম্প্রতি জঙ্গি উপদ্রব ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে জম্মু-কাশ্মীরের প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে । এছাড়াও সেখানে উন্নয়ন মূলক কাজ নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে।
জম্বু-কাশ্মীরে উড়ান পরিষেবা চালু হবে বলে অসামরিক উড়ান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আগেই জানিয়েছিলেন। সেই মতোই শুরু হয় কাজ, প্রস্তুতি। বাড়ানো হয় শ্রীনগর বিমানবন্দরের আয়তনও। ২৫ হাজার স্কোয়ার মিটার থেকে বাড়িয়ে ৬৩ হাজার স্কোয়ার মিটার করা হবে। পাশাপাশি শ্রীনগরের বিমানবন্দরের উন্নয়নের জন্য ১৫০০ কোটি টাকা এবং জম্মু বিমানবন্দরের সংস্কার ও উন্নয়নের জন্যও ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও ঘোষণা করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
কোভিড পরিস্থিতির মধ্যেই যেহেতু এই সমস্ত কাজ করা হচ্ছে তাই বিমানবন্দরে করোনা বিধি বজায় রাখার দিকেও বিশেষ নজর দিয়েছে কাশ্মীরের ডিভিশনাল কমিশনার। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ীই যাত্রার ৪৮ ঘণ্টা আগে করানো আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে আন্তর্জাতিক যাত্রীদের।