নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ উদয়পুর রাজারবাগ এলাকা থেকে৷ গত ২০শে অক্টোবর ঐ এলাকা থেকে এক মহিলাকে আটক করে এলাকাবাসী আর কে পুর থানার হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ ঐ মহিলাকে গ্রেফতার করে এবং আদালতে হাজির করেন৷ ঐ মহিলার জেল হাজত হয়৷ শুক্রবার আবারো রাজারবাগ ঐ একই এলাকা থেকে আটক করে এক বাংলাদেশি ব্যাক্তিকে৷
ঘটনার বিবরণে জানা যায় কুমিল্লা জেলার মোরাদ নগর থানার অন্তর্গত কালা মিয়া নামে এই ব্যক্তি ৫০০ টাকার বিনিময়ে দালাল মাধ্যমে ত্রিপুরার সোনামুড়া এলাকা দিয়ে উদয়পুর রাজারবাগ এলাকায় চলে আসেন, রাজারবাগ এলাকায় আসার পর ঐ ব্যক্তির কথা এবং চলনে বলনে অসঙ্গতি দেখতে পেয়ে স্থানীয় জনগণ য আর কে পুর থানায় খবর দেন৷
খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ ঐ ব্যক্তিকে থানায় নিয়ে আসেন৷ এবার স্ত্রীকে দেখতে এসে স্বামীও রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়৷ আগামী কাল শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে৷ আর কে পুর থানার কেস নং ১৬৪/২১, ধারা সংযুক্ত করা হয়েছে থ্রি অফ পাস পোর্ট এক্ট৷

