আগরতলা, ২১ অক্টোবর (হি. স.) : বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে রয়েছে ইন্দো-বাংলা উভয় দেশ। এরই মাঝে আগরতলা এবং গুয়াহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উত্সব বয়কটের আওয়াজ উঠেছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ওই দুই স্থানে চলচ্চিত্র উত্সব আপাতত স্থগিত রাখা হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ত্রিপুরায় বাংলাদেশ চলচ্চিত্র উত্সবের আয়োজন করেছিল সহকারী হাই কমিশন কার্যালয়। এবছর ২১ থেকে ২৩ অক্টোবর দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উত্সবের আয়োজন করা হয়েছিল। কিন্ত, বাংলাদেশে দূর্গা প্রতিমা ও মন্ডপ ভাংচুর এবং তার পরবর্তী হিন্দুদের উপর বর্বরোচিত আক্রমনের ঘটনায় ইন্দো-বাংলা উভয় দেশ প্রতিবাদে উত্তাল হয়ে উঠে।
ত্রিপুরায় বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ বাংলাদেশ চলচ্চিত্র উত্সব বন্ধের দাবিতে সরব হন। শুধু তাই নয়, আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে বিশ্ব হিন্দু পরিষদ বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা নিয়েছিল। কিন্ত, পরিস্থিতি পর্যালোচনা করে সহকারী হাই কমিশন কার্যালয় ওই চলচ্চিত্র উত্সব আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
একই পরিস্থিতি অসমেও দেখা দিয়েছে। তাই, গুয়াহাটি-তে ওই চলচ্চিত্র উত্সব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের তথ্য মন্ত্রীর উত্সবে অংশ সূচী নির্ধারিত হয়েছিল। কিন্ত, চলচ্চিত্র উত্সব স্থগিত হওয়ায় তাঁর সফর বাতিল হয়েছে।

