সর্বত্র শান্তি ও সমৃদ্ধি থাকুক, দৃঢ় হোক দয়া ও ভ্রাতৃত্ববোধের গুণাবলী : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): মিলাদ-উন-নবী উপলক্ষ্যে দেশবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বত্র শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে টুইট-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “মিলাদ-উন-নবীর শুভেচ্ছা! সর্বত্র শান্তি ও সমৃদ্ধি থাকুক। উদারতা ও ভ্রাতৃত্বের গুণাবলী সর্বদা বিরাজমান হোক। ঈদ মোবারক!”

মঙ্গলবার মিলাদ-উন-নবী অথবা ঈদ-ই-মিলাদ। এই উৎসবের সূচনা হয়েছিল সুদূর ইজিপ্টে, ইসলাম ধর্মে নবী মোহাম্মদ এক পরিচিত নাম। মূলত তাঁর নামানুসারেই পালন করা হয় মিলাদ-উন-নবী। এই দিন সবাই রেঙে ওঠেন সবুজ রঙে। কারণ সবুজ রঙ তাঁদের শুভ মানা হয় সবুজ রঙের অর্থ হল স্বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *