কলকাতা, ১৯ অক্টোবর (হি.স.): মাতঙ্গিনী হাজরার জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার দিলীপবাবু টুইটে লেখেন, ”রত্ন প্রসবিনী মেদিনীপুরের শ্রেষ্ঠা বীরাঙ্গনা, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগের মহান নিদর্শন মাতঙ্গিনী হাজরার জন্মদিবসে জানাই সমৃদ্ধ প্রণাম।“
প্রসঙ্গত, মাতঙ্গিনী হাজরা (১৭ নভেম্বর ১৮৭০–২৯ সেপ্টেম্বর ১৯৪২) ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী। ১৯৪২ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর তদনীন্তন মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয়পুলিশের গুলিতে তিনি শহিদ হয়েছিলেন। তিনি ‘গান্ধীবুড়ি’ নামে পরিচিত ছিলেন।