বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদকে স্বাগত জানালেন তসলিমা নাসরিন

কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদকে স্বাগত জানালেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সোমবার তিনি ফেসবুকে একটি ভিডিও আপলোড করে লিখেছেন, “হিন্দু নির্যাতনের বিরুদ্ধে হিন্দু এবং অসাম্প্রদায়িক মানুষের বিশাল প্রতিবাদ চট্টগ্রামে। প্রতিবাদ দেখতেও ভালো লাগে।“ ৬ ঘন্টায় ১৪ হাজার নেটানাগরিক সেটি দেখেছেন। লাইক, মন্তব্য ও শেয়ার করেছেন অনেকে।

অদিতি দাস প্রতিক্রিয়ায় লিখেছেন, “প্রতিবাদ মানেই শুভ কিছুর সূচনা।“ সাধন বিশ্বাস লিখেছেন, “ভিডিও ফুটেজটি দেখে বোঝা গেল না ঠিক তারা কি বলছে। এটি বাংলাদেশের বর্তমান জ্বলন্ত ইস্যুতে কিনা সেটাও বোঝার উপায় নেই।“ তবে মিছিলের জনতা যে ‘ধার্মিক’ চেহারায় নেই, ‘মানুষ’ এর মতো দেখতে, তাই বুঝা যায়, কোন একটা গণতান্ত্রিক অধিকারের জন্য মিছিল। এমন মিছিল দেখলে সত্যিই ভালো আশা জাগে।“

মীর মোনাজ হক লিখেছেন, “তিন দিন থেকে বুদ্ধিজীবীদের টক’শো তে প্রলাপ দেখে মনে হয়েছিলো যে তারা প্রতিবাদের ভাষা ভুলে গেছে, চট্টগ্রামে এই প্রতিবাদ মিছিল দেখে প্রগতিশীলতার প্রতি বিশ্বাস আবার ফিরে এসেছে।“ চৈতালী সূত্রধর লিখেছেন, “কলকাতায়ও এমন প্রতিবাদ হওয়া দরকার।“ রক্তিম জয় লিখেছেন, “যারা হাসে তারা মুসলমান।“ শাহদাত শাওন লিখেছেন, “মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানুষ।” আতায়ুর রহমান আজাদ লিখেছেন, “রংপুর জ্বলছে।“ হিমেল ঘোষ লিখেছেন, “আপনার ফেসবুক ফলোয়ার প্রচুর সাম্প্রদায়িক লোক আছে, তাদের এই অট্টহাসি রিয়্যাক্ট দেখলেই বোঝা যায়। এছাড়া আমি যখনই আপনার কোনো পোস্টে কমেন্ট করি, কিছু ওরম এসে আমার কমেন্ট এও হেসে যাবে।“ আরিফ মেহবুব লিখেছেন, “প্রতিবাদ মানেই আশার আলো।“ আলপনা জাহান সানি লিখেছেন, “প্রতিবাদ দেখতে ভালো লাগে। আমার মনে হয়,প্রতিবাদে নামতে আরো ভালো লাগে। বিশেষ করে,নিজেকে নিয়ে গর্ব করার মত কাজ।“

হিন্দুস্থান সমাচার/ অশোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *