Double the income of farmers : কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে৷ রাজ্যের সমস্ত অংশের কৃষকদের কাছে এ সমস্ত কর্মসূচির সুযোগ পৌঁছে দেওয়া হচ্ছে৷ এর সুফল পাচ্ছেন রাজ্যের কৃষকগণও৷ আজ মোহনপুর পুরপরিষদের উদ্যোগে এবং মোহনপুর মহকুমা প্রশাসন ও ত্রিপুরা কৃষি মহাবিদ্যালয়ের সহযোগিতায় ‘আমার সব্জি বাগান’’ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ অনুষ্ঠানে তিনি আরও বলেন, কৃষকদের আত্মনির্ভর করে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে৷ মোহনপুর পুরপরিষদ এলাকায় ‘আমার সব্জি বাগান’’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে চাষযোগ্য সমস্ত জমিকে ব্যবহার করা৷


এই কর্মসূচিতে পুরপরিষদের প্রতিটি ওয়ার্ডে ৪০ জন করে ৬০০ জনকে সহযোগিতা করা হবে৷অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের উন্নয়নে জনগণকেও অংশীদার হতে হবে৷ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তোলা৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত৷ সভাপতিত্ব করেন মোহনপুর পুরপরিষদের উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক রিমি দেববর্মা৷ অনুষ্ঠানে পুরপরিষদ এলাকার কৃষকদের মধ্যে বিনামূল্যে লাউ, সীম, কুমড়া, মরিচ, পালং, মূলা, ধুন্দুল, বরবটি, ঢেঁড়শ, টমেটো, বেগুন, ফুলকপি, বাধাকপি, শসা ও ক্যাপসিকামের বীজ ও চারা দেওয়া হয়েছে৷ এই কর্মসূচিতে ৬০০ জন সুবিধাভোগী ও স্বসহায়ক দলের ১০০ জন উপকৃত হয়েছেন৷ অনুষ্ঠানে কৃষি মহাবিদ্যালয়ের অধ্যাপক ড় ত্রিদীপ ভট্টাচার্য, ড় নীলাদ্রি পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷