পানীয় জলের সমস্যায় ক্ষুব্ধ গ্রামবাসীর রাস্তা অবরোধ, দফতর কালঘুমে

আগরতলা, ৯ অক্টোবর (হি. স.) : পানীয় জলের দাবিতে কৈলাসহরে কালীশাসন এলাকায় গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছেন। প্রায় সাত ঘন্টা অবরোধ স্থায়ী হলেও প্রশাসনের কোন আধিকারিক গ্রামবাসীদের সাথে দেখা করার জন্য যাননি। তাতে, অবরোধকারী গ্রামবাসীরা প্রচন্ড ক্ষুব্ধ হন। এক্ষেত্রে স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দফতরের কিছু আধিকারিকের চরম গাফিলতি এবং জনগণের কাছে সরকারের ছবি খারাপ করার ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে। ওই এলাকাটি রাংরুং গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে।


কৈলাসহরের রাংরুং গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয়জলের সমস্যা রয়েছে। ওই এলাকায় চারশো মানুষের বসবাস রয়েছে। এরমধ্যে নব্বই শতাংশ মানুষই চা শ্রমিক। বিজেপি পরিচালিত রাংরুং গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় একটি মাত্র কাঁচা কুঁয়ো রয়েছে। সম্প্রতি প্রায় একমাস যাবত এই কুয়োর জল শুকিয়ে যাওয়ায় এলাকায় পানীয়জলের হাহাকার শুরু হয়েছে।


ওই সমস্যা নিয়ে গ্রামবাসীরা কয়েকবার পঞ্চায়েত সচিব, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানকে জানালেও কোনো ধরনের কার্যকরী ভুমিকা না নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই গ্রামবাসীরা পানীয় জল ও স্বাস্থ্য বিধান দফতরে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি অবগত করেন। কিন্ত তাতেও কোন সুরাহা না হওয়ায় গ্রামবাসীরা বাধ্য হয়ে শনিবার সকাল আটটা থেকে রাস্তা অবরোধে বসেন। এদিন তারা হুশিয়ারী দিয়েছেন, অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা না করা হলে আরও বৃহত্তর আন্দোলনে শমিল হবেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *