স্বাস্থ্য পরিষেবা আধুনিকীকরণের লক্ষ্যে প্রতিটি রাজ্যে এইমস স্থাপনের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর ।। সমগ্র দেশে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে প্রতি রাজ্যে অন্তত একটি করে এইমস স্থাপন করার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। লক্ষ্যমাত্রা রয়েছে সমস্ত জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের। আজ উত্তরাখন্ডের ঋষিকেশ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পিএম কেয়ারস তহবিলের অর্থানুকূল্যে মোট ৩৫টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজিএমসি’র ৪নং লেকচার হলে আজ এই ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। এই কর্মসূচিতেই আজ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতাল চত্বরে ১,০০০ এলপিএম ক্ষমতাসম্পন্ন পিএসএ অক্সিজেন প্ল্যান্টিরও উদ্বোধন হয়েছে। তাছাড়াও জিবিপি হাসপাতাল চত্বরেই ৯০০ এলপিএম ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় পিএসএ অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগণ জিবি হাসপাতালের সিটিভিএস ও ইন্টারভ্যানশন্যাল রেডিওলোজি বিভাগ পরিদর্শন করে পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন।


ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অক্সিজেন প্ল্যান্টগুলির উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করা সহ পরিষেবা প্রদানে উন্নতি সাধিত হয়েছে। টেস্টিং ল্যাব স্থাপন, টিকাকরণ সহ বড়মাত্রায় জনসংখ্যা ও ভৌগলিক দূরত্বের প্রতিবন্ধকতাকে জয় করে একাধিক পরিকল্পনা বাস্তাবায়িত হয়েছে। পিএম কেয়ারস তহবিলের অর্থানুকূল্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন সহ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ সফলভাবে রূপায়িত হচ্ছে। দেশের সমস্ত রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রতিটি রাজ্যে অন্তত একটি করে এইমস স্থাপনের লক্ষ্যমাত্রা সরকারের রয়েছে। প্রতিটি জেলায় অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন যোগান সহ আধুনিকীকরণের লক্ষ্যমাত্রা রয়েছে। স্বাস্থ্য পরিষেবা আধুনিকীকরণের ফলে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে হাসপাতালগুলি। প্রধানমন্ত্রী বলেন, জনগণ সমস্যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার অপেক্ষা না করে নাগরিকদের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। আর্থিক প্রতিবন্ধকতা রয়েছে এমন পরিবারের উন্নত চিকিৎসার জন্য বিশেষ ভূমিকা নিচ্ছে আয়ুস্মান ভারত প্রকল্প। এর সহায়তায় নাগরিকগণ সমগ্র দেশে উন্নত স্বাস্থ্য পরিষেবার সুফল পাচ্ছেন। বর্তমান কেন্দ্রীয় সরকারের সময়কালে সারা দেশে মেডিক্যাল কলেজ স্থাপনে গুরুত্ব আরোপ করা হয়েছে। ইতিমধ্যেই এই লক্ষ্যে অনেকাংশেই সাফল্য মিলেছে।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবায় ও পরিকাঠামোর উন্নয়ন হয়েছে বেশ কয়েকগুণ। চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী ও অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহায়তায় কোভিড পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। কোভিড পরিষেবার পাশাপাশি বিভিন্ন দুরারোগ্য ব্যাধি নিরাময় সহ স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রূপায়িত হচ্ছে। ডায়ালাইসিস সহ চিকিৎসার সুযোগ দ্রুত পৌঁছে দিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চলছে। প্রতিমন্ত্রী বলেন, কঠিন সময়ে যিনি সঠিক দিশা দেখাতে পারেন তিনি প্রকৃত নেতৃত্ব হিসেবে পরিগণিত হন। কোভিড পরিস্থিতিতে সমগ্র দেশকে নিজের সুচিন্তিত ও দূরদৃষ্টিসম্পন্ন অভিজ্ঞতার নিদর্শন হিসেবে সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে পথ দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সুভাশিষ দেববর্মা, মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা ডা. চিন্ময় বিশ্বাস সহ জিবি হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।