প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৮০ শতাংশের বেশি বাড়ি পেয়েছেন মহিলারা : মোদী

লখনউ, ৫ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৮০ শতাংশেরও বেশি বাড়ি মহিলাদের মালিকানাধীন অথবা তাঁরা ওই সমস্ত বাড়ির যৌথ মালিকানাধীন। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৪ সালের পর থেকে এযাবৎ আমাদের সরকার শুধুমাত্র শহরেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ১.১৩ কোটি বাড়ি তৈরির অনুমতি দিয়েছে। এর মধ্যে ৫০ লক্ষেরও বেশি বাড়ি তৈরি করা হয়েছে এবং দরিদ্রদের দেওয়া হয়েছে। মঙ্গলবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আজাদি কা অমৃত মহোৎসবের অধীনে “নিউ আর্বান ইন্ডিয়া : ট্রান্সফরমিং আর্বান ল্যান্ডস্ক্যাপ’ কনক্লেভের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভার্চুয়ালি প্রধানমন্ত্রী আবাস যোজনা-আর্বান (পিএমএওয়াই-ইউ) হাউস-এর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উত্তর প্রদেশ স্মার্ট সিটি মিশন এবং আমরুতের অধীনে উত্তর প্রদেশের ৭৫টি নগর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “২০১৭ সালের আগে, উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ১৮ হাজার বাড়ি অনুমোদিত হয়েছিল। তৎকালীন সরকার একটিও বাড়ি তৈরি করেনি। ২০১৭ সালের পর থেকে যোগীজির সরকারের অধীনে প্রায় ৯ লক্ষ বাড়ি পেয়েছেন দরিদ্ররা। শহরের মধ্যবিত্তদের চিন্তা এবং চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার জন্য প্রচেষ্টা করেছে আমাদের সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে দরিদ্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১ লক্ষ কোটি কেন্দ্র।” তিন-দিনের আর্বান কনক্লেভ প্রসঙ্গে মোদী বলেছেন, “তিন-দিন লখনউতে ভারতের শহরগুলিকে নতুন রূপ দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করবেন বিশেষজ্ঞরা, তাতে আমি ভীষণ খুশি।”

প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, “এবার দীপাবলির সময় অযোধ্যায় ৭ লক্ষ ৫০ হাজার প্রদীপ জ্বালানোর কর্মসূচি রয়েছে। আমি উত্তর প্রদেশকে বলতে চাই, এবার আলোর প্রতিযোগিতায় ময়দানে নামুন। দেখা যাক, অযোধ্যায় বেশি প্রদীপ জ্বলে নাকি, যে ৯ লক্ষ বাড়ি দেওয়া হয়েছে সেই ৯ লক্ষে বাড়িতে ১৮ লক্ষ প্রদীপ জ্বলে এবার।” প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে বিগত ৬-৭ বছরে শহরাঞ্চলে প্রযুক্তির সৌজন্যে অনেক বড় পরিবর্তন হয়েছে। দেশের ৭০-এর বেশি শহরে বর্তমানে যে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার চলছে, তার ভীত হল প্রযুক্তি।” মোদী জানান, “ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও রেকর্ড গড়ছে ভারত। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর-প্রতি মাসে ৬ লক্ষ কোটি টাকার বেশি লেনদেন করতে পেরেছে ভারত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *