A person injured in the accident : শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর।। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় আহত এক ব্যক্তি। আহত ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার বেলা আনুমানিক ১১ টা শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকয় দুইটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে জোলাইবাড়ির আভাংছড়া এডিসি এলাকার বাসিন্দা জিতেন ত্রিপুরা ( ২৬ ) আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তির বাজার দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিতেন ত্রিপুরাকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময় দুর্ঘটনার সঠিক কারন জানতে শান্তির বাজার জেলা হাসপাতালে ছুটে যান শান্তির বাজার থানার ওসি কমলেন্দু ধর। তিনি সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে দুর্ঘটনা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন। ওসি জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। জিতেন ত্রিপুরা বর্তমানে সুস্থ আছে ও উনার চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *