Unusual death of wife : স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর জেলা- জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১ অক্টোবর৷৷ শুক্রবার বিকেলে এগারো বছর পর গৃহবধূ বিপুলা মজুমদার ঘোষের হত্যা মামলার যবনিকার পতন হলো৷ গৃহবধূ বিপুলা মজুমদার ঘোষের বাড়ি উত্তরঃ সোনাইছড়ি এলাকায়৷ সামাজিক রীতিনীতি মেনেই বিয়ে হয় তাদের৷ বিয়ের সাত বছরের মাথায় স্বামী রঞ্জিত ঘোষ এর অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করে গৃহবধূ বিপুলা৷ পণের জন্য স্বামী রঞ্জিত ঘোষ স্ত্রী বিপুলাকে শারীরিক মানসিক নির্যাতন করতো বলে বিপুলার ভাই বিধান মজুমদার বিলোনিয়া থানাতে মামলা দায়ের করে৷

বিলোনিয়া থানাতে যার নাম মামলার নম্বর ছিল ১৯/২০০৫৷ সে মোতাবেক ঘটনার ইনভেস্টিগেশন অফিসার অভিযুক্তের বিরুদ্ধে ৩০৪(বি)/১০৯ ধারায় মামলা নিয়ে চার্জশিট জমা দেয় আদালতে৷ ২০০৭ সাল থেকে মামলা চলাকালীন সময়ে অভিযুক্ত রঞ্জিত ঘোষ পালিয়ে যায়৷ কয়েক বছর পর পলাতক থাকার পর অবশেষে অভিযুক্ত রঞ্জিত ঘোষ আদালতে আত্মসমর্পণ করে৷ ২৬ জনের সাক্ষ্য গ্রহণের পর বিলোনিয়া জেলা ও দায়রা আদালত ৩০৪ বি ধারায় ভারতীয় দণ্ডবিধির ধারায় সাত বছর কারাদণ্ড ও অনাদায়ে ১০০০০ টাকা জরিমানা সহ তিন মাসের অসশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে অভিযুক্ত রঞ্জিত ঘোষকে৷