মস্কো, ২ অক্টোবর (হি.স.): রাশিয়ার পেনজা অঞ্চলে সংঘর্ষ হল দু’টি ট্রেনের মধ্যে। স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকালে একটি যাত্রীবাহী ট্রেন ও কার্গো ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এই রেল দুর্ঘটনায় সৌভাগ্যবশত কেউ আহত হননি। শনিবার সকাল (স্থানীয় সময়) ৫.৪০ মিনিট নাগাদ গোল্টসোভকা স্টেশনের কাছে একটি রেল ক্রসিংয়ে দু’টি ট্রেনের সংঘর্ষ হয়।
যাত্রীবাহী ট্রেনে মোট ৩৩৬ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ৩৪টি শিশু। যাত্রীবাহী ট্রেনটি এডলেরের ব্ল্যাক সি রিসোর্ট থেকে সার্বিয়ার শহর তোমস্ক অভিমুখে যাচ্ছিল। সংঘর্ষের জেরে যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি ও লোকোমেটিভ লাইনচ্যুত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। তবে কেউ আহত হননি।