গান্ধীজিকে শ্রদ্ধার্ঘ্য দেশের, বিশ্বের বৃহত্তম খাদি জাতীয় পতাকা স্থাপিত লেহ-তে

লেহ, ২ অক্টোবর (হি.স.): জন্মজয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য দেশের। শনিবার গান্ধীজির ১৫২ তম জন্মজয়ন্তী। এদিন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ শহরে স্থাপিত করা হল বিশ্বের বৃহত্তম খাদি জাতীয় পতাকা। জাতীয় পতাকা স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে।

বিশ্বের বৃহত্তম এই খাদি জাতীয় পতাকা ২২৫ ফুট লম্বা এবং ১৫০ ফুট চওড়া। এই খাদি জাতীয় পতাকার ওজন ১০০০ কিলোগ্রাম। এদিন জাতীয় পতাকা স্থাপনের পর ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে স্যালুট জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *