নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): অন্তরের অন্তঃস্থল থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনে রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নে রাষ্ট্রপতির মনোযোগ দৃষ্টান্তের। শুক্রবার ৭৬ বছর বয়স হল রাষ্ট্রপতির।
এদিন সকালে প্রধানমন্ত্রী টুইট করে জন্মদিনের শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, “রাষ্ট্রপতিজিকে জন্মদিনের শুভেচ্ছা। নম্র ব্যক্তিত্বের কারণে, তিনি সমস্ত দেশবাসীর প্রিয় হয়ে উঠেছেন। সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নে রাষ্ট্রপতির মনোযোগ দৃষ্টান্তস্বরূপ। তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।”