Government lifts ban on hilsa exports : দুর্গোত্সবে ত্রিপুরাকে বাংলাদেশের উপহার, ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার, পরীক্ষামূলক ২০০০ কেজি স্বর্ণালী মাছ এল ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : মাছের রাজা ইলিশ। নাম শুনলেই জিভে জল আসে বাঙালির। দুর্গোত্সবের মুহুর্তে তাই ত্রিপুরাবাসীর রসনা তৃপ্তির জন্য রাজ্যে এল ইলিশ। সরাসরি বাংলাদেশ থেকে ত্রিপুরায় অনেকদিন বাদে এসেছে ওই স্বর্ণালী মাছ। কারণ, ২০১১ সাল থেকে ইলিশ রফতানিতে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা ছিল। এখন ত্রিপুরায় ইলিশ রফতানিতে বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। তাই, আজ পরীক্ষামূলকভাবে আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে ত্রিপুরায় ২০০০ কেজি ইলিশ মাছ এসেছে। বাজারের চাহিদা বুঝে আগামী সোমবার বড় আকারে ইলিশ মাছ আমদানীর পরিকল্পনা রয়েছে। একথা অস্বীকার করার সুযোগ নেই, ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে দিয়ে দুর্গোত্সবে বাংলাদেশ সরকার ত্রিপুরাকে উপহার দিল।


আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের কাস্টম সুপার জয়দীপ মুখার্জী বলেন, বাংলাদেশ থেকে আজ ২০০০ কেজি ইলিশ মাছ এসেছে। পরীক্ষামূলকভাবে ওই মাছ আমদানি করেছেন ব্যবসায়ীরা। তিনি জানান, বাংলাদেশ সরকার ওই মাছের হেল্থ সার্টিফিকেট দিয়েছিল। তা অনুমোদনের জন্য কলকাতা পাঠানো হয়েছিল। রিপোর্টে ওই মাছ মানুষের খাবারের যোগ্য বলেই অনুমতি মিলেছে। তাই, ত্রিপুরার বাজারে বিক্রির জন্য ওই মাছের ছাড়পত্র দেওয়া হয়েছে।


এদিকে, আমদানিকারক খোকন ভৌমিক বলেন, দীর্ঘদিন বাংলাদেশ থেকে সরাসরি ইলিশ আমদানিতে নিষেধাজ্ঞা ছিল। ফলে, কলকাতা থেকে ইলিশ ত্রিপুরায় আনা হতো। কিন্ত, এখন বাংলাদেশ সরকার ইলিশ আমদানিতে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। পূজার মরশুমে তাই প্রত্যেক ত্রিপুরাবাসীর ঘরে ওই স্বর্ণালী মাছ পৌছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। চাহিদা অফুরান হলে আগামী সোমবার বড় আকারে ইলিশ আমদানীর পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়, ২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশ থেকে ইলিশ সরাসরি ত্রিপুরায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *