BRAKING NEWS

হেঁচকি কিছুতেই বন্ধ হচ্ছে না! হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট

সাও পাওলো, ১৫ জুলাই (হি.স.): এক-দু’দিন নয়, টানা ১০ দিন ধরে অদ্ভূত অস্বস্তিতে ভুগছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো৷ কিছুতেই হেঁচকি বন্ধ হচ্ছে না তাঁর, সঙ্গে পেটে ব্যথাও অনুভব করছেন৷ তাই অবশেষে চিকিৎসকদের শরণাপন্ন হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ভর্তি হয়েছেন সাও পাওলোর ভিলা নোভা স্টার প্রাইভেট হাসপাতালে। ঠিক কী কারণে এই হেঁচকির সমস্যা তাঁর হচ্ছে, তা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসকরা৷ চিকিৎসকদের অনুমান অন্ত্রের কোনও সমস্যা থেকেই এই হেঁচকির সমস্যা হচ্ছে বলসোনারোর।

টুইট-বার্তায় বলসোনারো জানিয়েছেন, ‘ঈশ্বর চাইলে শীঘ্রই ফিরে আসব।’ বছর তিনেক আগে ২০১৮ সালে ব্রাজিলের প্রেসিডেন্টের উপর হামলা চালায় এক আততায়ী৷ বলসোনারোর পেটে ছুরি মেরেছিল সে৷ সে যাত্রায় ব্রাজিলের প্রেসিডেন্ট বেঁচে গেলেও এখন নতুন করে কোনও সমস্যা হচ্ছে কী না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা৷ চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বলসোনারোর হেঁচকি ওঠার সঙ্গে হয়তো তাঁর পেটে সার্জারির সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *