BRAKING NEWS

Student got a mobile phone : অনলাইন ক্লাস করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে মোবাইল পেল ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম , ১৩ জুলাই।। মঙ্গলবার বিকেলে বিশালগড় মন্ডল এলাকার পশ্চিম লক্ষ্মীবিলের নীলকমল এলাকায় তৃতীয় শ্রেণীর ছাত্রী অনলাইন ক্লাস করতে না পারায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর কাছে ২৬ শে জুন ফেইসবুক এ আবেদন করেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে আবেদন করার তৃপ্তি ঘোষ এর কথা সাড়া দিয়ে মঙ্গলবার শিশুর বাড়িতে ছুটে যান রাজ্য প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা, রাজ্য প্রদেশ বিজেপির সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য এছাড়া শিশুটি বাড়িতে যান সিপাহীজলা জেলা বিজেবি উত্তরের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব বিশালগড় মন্ডল প্রভারি অমর দেবনাথ সহ অন্যান্যরা।

তৃপ্তি ঘোষ বিশালগড় আনন্দমার্গ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। সে ফেসবুকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছিলেন একটি মোবাইলের জন্য। তৃপ্তির বাবা গাড়ী চালক। মঙ্গলবার বিকেলে প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা সহ ছোট্ট তৃপ্তি ঘোষের হাতে মোবাইল তুলে দিয়ে আসেন। প্রদেশ বিজেপি সভাপতি মানিক সাহা।

ছোট্ট শিশুটিকে বলেন তুমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলে অনলাইন ক্লাস করতে অসুবিধা হয় একটি মোবাইলের জন্য সেই কারণে আমরা তোমার ফেসবুক লাইভ দেখে বিশালগড় মন্ডল সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কে সাড়া দিয়ে মোবাইল দিয়ে গেলাম। আগামী দিনে ওই শিশুটির যাতে পড়াশোনা ক্ষেত্রে নজর থাকবে আমরা সকলের। মোবাইল তুলে দেন ছোট্ট শিশুটির হাতে। সঙ্গে ছিলেন তার মাও। সুজা শিশুটির পিতা গাড়ী চালক গরিব অসহায় বলে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে মোবাইল তুলে দিয়ে আসেন বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *