BRAKING NEWS

ইয়াসে এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা,  ২৭ মে (হি.স.) : উপকূলীয় অঞ্চলগুলিতে নিজের প্রভাব বিস্তার করে ঘূর্ণিঝড় ইয়াস। যার জেরে সুন্দরবন, দীঘা উপকূলীয় অঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকা। এই অবস্থায় বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘ ইয়াসে এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে’ ।
বুধবার  আছড়ে পরা ইয়াস এখনও তার প্রভাব বিস্থার করে চলেছে । এই অবস্থায় ইয়াসের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন, ‘এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। আজও অশোকনগরে অনেকগুলি বাড়ি ভেঙেছে। শান্তিপুর, নদিয়া ক্ষতিগ্রস্থ হয়েছে। বহরমপুরে বাজ পড়ে দু’জন মারা গেছে। জল কমলে ফিল্ডে গিয়ে সার্ভে করা হবে। জল না নামলে তা সম্ভব নয়। তাই একটু দেরি হবে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে দুর্গত এলাকায় মেডিক্যাল টিম পাঠাতে হবে। অনেক মানুষ সাপের কামোড়ে মারা যায়। এটা দেখতে হবে। সাগর, সুন্দরবন এলাকাকে গুরুত্ব দিতে হবে। গর্ভবতী মহিলা ও শিশুদের গুরুত্ব দিতে হবে। দুর্গত ব্লকগুলিতে গ্রামীণ স্বাস্থ্য কর্মীদের যদি পাঠানো যায় তা দেখতে হবে। আজও বিদ্যাধরীর বাঁধ ভেঙেছে। দিঘায় একটা পাড় বাঁধানোর কাজ চলছে এত বছর ধরে। টাকা তো সব জলেই চলে যাচ্ছে। সেচ দফতরের জন্য কোনও অর্থ আগে বরাদ্দ করা যাবে না। অর্থ দফতর সব খতিয়ে দেখে তবেই যেন অনুমোদন দেয়। আমি অর্থ দফতরকে বলব আমফানের সময় যে কাজগুলো হয়েছে সেগুলোর অবস্থা কি তা খতিয়ে দেখতে হবে। সরকার থেকে আপাতত ১ হাজার কোটি টাকা দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ৩ জুন থেকে চালু হবে দুয়ারে ত্রাণ প্রকল্প। ওইসময় কার কী ক্ষতি জেনে নেওয়া হবে’ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *