BRAKING NEWS

করোনা সংক্রমণ ঠেকাতে আরও এক সপ্তাহ দিল্লিতে লক ডাউনের মেয়াদ বাড়ল কেজরিওয়াল সরকার

নয়াদিল্লি, ১৬ মে(হি.স.) : এখনও আয়ত্তে আসেনি করোনা সংক্রমণ। দিল্লিতে আরও এক সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হল। রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, আগামী ২৪ মে সকাল ৫টা পর্যন্ত লকডাউন জারি থাকবে রাজধানীতে।


শেষ প্রশাসনিক ঘোষণা অনুসারে, ১৭ মে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তার একদিন আগেই বাড়িয়ে দেওয়া হল লকডাউনের সময়সীমা। নতুন ঘোষণা অনুসারে আগামী ২৪ মে পর্যন্ত লকডাউন চলবে রাজধানীতে। দিল্লিতে সংক্রমণের বাড়বাড়ন্ত কিছুটা হলেও শেষ কয়েকদিনে কমেছে। কিন্তু এখনও সংক্রমণের হার নামেনি ৫ শতাংশের নীচে। প্রশাসন সূত্রে খবর, সংক্রমণের হার ৫ শতাংশের নীচে নামার জন্য অপেক্ষা করা হচ্ছে। এর আগে একাধিক ধাপে লকডাউন করায় সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। তাই আর ঝুঁকির রাস্তায় হাঁটতে চায় না প্রশাসন।


গোটা দিল্লি জুড়েই অনেকাংশে সংক্রমণ নিম্নমুখী বলেও জানিয়েছে প্রশাসন। এই লকডাউনের সময়সীমা হাসপাতালগুলির উপর চাপ বাড়াবে বলেও জানিয়েছে কেজরিওয়াল সরকার। অক্সিজেনের ঘাটতি মেটাতে এনটিপিসি-র তরফে ১১টি অক্সিজেন প্ল্যান্টের অর্ডার অনুমোদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *