BRAKING NEWS

উগ্রপন্থী সহযোগী-দের ছাড়িয়ে নিতে গ্রামবাসী-দের হামলা থানায়

আগরতলা, ১৫ মে (হি. স.) : জঙ্গি সহযোগী তিন যুবকের গ্রেফতারের ঘটনায় উত্তেজিত গ্রামবাসী গঙ্গানগর থানায় আক্রমন করেছেন। পুলিশের গাড়ি ভাংচুর সহ গ্রামবাসী-দের আক্রমনে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। ধলাই জেলা পুলিশ সুপার কিশোর দেববর্মা-র কথায়, শুক্রবার রাতে গঙ্গানগর থানায় উত্তেজিত জনতা বিক্ষোভ দেখিয়েছিলেন। তবে, রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গ্রামবাসী-দের দাবি ছিল, ওই তিন যুবক-কে পুলিশ ছেড়ে দিক, বলেন তিনি।

ধলাই জেলা পুলিশ সুপার বলেন, উগ্রপন্থী সংশ্লিষ্ট মামলা গঙ্গানগর থানায় লিপিবদ্ধ হয়েছে। ওই মামলায় তিন যুবক-কে জিজ্ঞাসাবাদ-র জন্য পুলিশ আটক করেছে। তাঁর দাবি, আমাদের সুনির্দিষ্ট তথ্য রয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য প্রকাশ পেয়েছে। তারা সিম কার্ড অদল-বদল করেছে, তার প্রমান রয়েছে। ফলে, উগ্রপন্থী গোষ্ঠির সাথে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে, তাতে কোন সন্দেহ নেই, বলেন তিনি। তাই তাদের গ্রেফতার করা হয়েছে, জানান তিনি।

তাঁর কথায়, গ্রামবাসী-রা চাইছিলেন ওই তিন যুবক-কে পুলিশ ছেড়ে দিক, যা সম্পুর্ন বেআইনি। তিনি বলেন, পুলিশ গ্রামবাসী-দের বোঝানোর অনেক চেষ্টা করেছে। কিন্ত, তারা পুলিশের কোন কথা শুনেননি এবং থানার সামনে দাড়িয়ে থাকা গাড়িতে ভাংচুর চালিয়েছে। তবে, পুলিশ পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করেছে এবং পরিবেশ শান্ত করতে সক্ষম হয়েছে। তিনি জানান, গঙ্গানগর থানা এবং আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ-টিএসআর মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *