BRAKING NEWS

ইতিহাসে এই প্রথম কংগ্রেস-বাম নেই, এই ঘটনা থেকে শিক্ষা নিন : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ মে (হি. স.) :  “বিধানসভার ৪৬ বছরের ইতিহাসে এই প্রথম কংগ্রেস-বাম নেই। এই ঘটনা থেকে শিক্ষা নিন।’

মুখ্যমন্ত্রী হিসাবে আগেই শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার একদিনের বিধানসভা অধিবেশনে তিনি ভাষণ দেন। ছেড়ে কথা বললেন না শুভেন্দু অধিকারীকেও। নাম না নিয়েই আক্রমণ শানলেন তাঁকে। একই সঙ্গে এটা যেমন জানিয়ে দিলেন তাঁর সরকারের প্রথম কাজই হবে কোরোনার মোকাবিলা করা। তেমনি রাজ্যে যারা অশান্তি ছড়াতে চাইছেন তাঁদের বিরুদ্ধেও যে তাঁর সরকার কড়া পদক্ষেপ নেবে সেটাও জানিয়ে দিলেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষের রায় মেনে নিয়েছি। কিন্তু সেই রায় কতখানি স্বচ্ছ তা নিয়ে প্রশ্ন আছে। সবাই সব কিছু দেখেছে। যারা কমিশনের ঘাড়ে বন্দুক রেখে জিতেছে তাঁদের পতন অবশ্যম্ভাবী। বিজেপি খালি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে প্রচার করেছে আর বলেছে ডবল ইঞ্জিনের সরকার হবে। মানুষ ডবল ইঞ্জিনের সরকার চায়নি, তাঁরা তৃণমূলকেই ডবল সেঞ্চুরি করে ফেরত পাঠিয়ে দিয়েছেন। তাতেও লজ্জা হয়নি।“

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যেখানে যেখানে ওরা জিতেছে সেখানে সেখানে অশান্তি করছে, গুণ্ডামি করছে। চতুর্দিকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। সবাইকে বলছি সতর্ক থাকুন। আমরা কিন্তু কড়া হাতে এই বিশৃঙ্খলার বিরুদ্দে পদক্ষেপ নেব। সবাই নিজের নিজের এলাকায় নজর রাখুন। এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে সেটা দেখুন। কেউ হিংসা করতে চাইলে, এফআইআর করুন। সোশ্যাল মিডিয়াতে গাদাগুচ্ছের ফেক ভিড ছড়াচ্ছে। বাংলা নিয়ে যা ভিডিও পোস্ট হয়েছে, তার ৯৯% ফেক। মানুষকে গিয়ে বোঝান, এ সব প্রচার মিথ্যা। বেশ কিছু জায়গায় নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং হয়েছে। নাহলে ৩০টা আসনও পেত না। অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত। আজও যারা অহঙ্কারী, তাঁদের পতন অবশ্যম্ভাবী।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *