BRAKING NEWS

অক্সিজেন সংকটে ন্যাশনাল মেডিকেল কলেজে রোগী ভর্তি বন্ধের অভিযোগ

কলকাতা, ৬ মে (হি. স.): করোনা হানায় নাজেহাল শহরবাসী। গতবছর মার্চ মাস থেকে শহরজুড়ে জাঁকিয়ে বসেছে অদৃশ্য এই ভাইরাস। এই পরিস্থিতিতে মাঝেমধ্যেই শহরের বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে উঠেছে চিকিৎসায় গাফিলতিতে থেকে রোগী হয়রানির অভিযোগ। এরই মাঝে বৃহস্পতিবার অক্সিজেন সংকটে ন্যাশনাল মেডিকেল কলেজে রোগী ভর্তি বন্ধের অভিযোগ উঠল।
করোনার বাড়বাড়ন্তে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। পাশাপাশি বাস মেট্রো ক্ষেত্রেও পরিষেবা অর্ধেক করে দেওয়া হয়েছে। নানান সময় হাসপাতাল গুলোর বিরুদ্ধে উঠছে বেড না থাকা থেকে অক্সিজেনের অভাব। এই পরিস্থিতিতে এবার অভিযোগ উঠল, অক্সিজেন সংকটে ন্যাশনাল মেডিকেল কলেজে রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। বেশ কিছু রোগীর পরিবারের অভিযোগ করোনা আক্রান্ত রোগী ভরতি বন্ধ হল ন্যাশনাল মেডিকেল কলেজে। আশঙ্কাজনক রোগীদের অক্সিজেনের চাহিদা বেশি। কিন্তু অক্সিজেন সংকটের জন্যই বন্ধ হয়েছে রোগী ভর্তি । সূত্রের খবর, হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা চলছে ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *