BRAKING NEWS

টেপানিয়া হাসপাতালে মহিলারগলার চেইন চুরির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ এপ্রিল৷৷ টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে এক মহিলার গলা থেকে এক ভরি পাঁচ আনা ওজনের স্বর্ণের চেইন চুরি করার ঘটনায় চাঞ্চল্য, উৎকন্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে হাসপাতালে আসা দুলাল মিয়া নামে এক ব্যক্তিকে বেরধর মারধর করলো উত্তেজিত জনগন৷


সূত্র মারফৎ জানা যায় জানা যায় অমরপুর থেকে উদয়পুর টেপানিয়া গোমতী জেলা হাসপাতালে আসা এক রোগীর গলার চেইন হারিয়ে যায়, পরবর্তী সময় ওই মহিলা দুলাল মিয়ার বিরুদ্ধে স্বর্ণের হার চুরি করার অভিযোগ করেন৷ অভিযুক্ত দুলাল মিয়া ঘটনাস্থল থেকে অটো ধরে দূরে সরে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনগণ দুলাল মিয়াকে আটক করে৷ দুলাল মিয়ার বাড়ি উদয়পুর কাকড়াবন থানার অন্তর্গত আমতলী গ্রাম পঞ্চায়েতে৷ এই সময় হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা আর কে পুর থানায় খবর দিলে, পুলিশ এস রক্তাক্ত অবস্থায় দুলাল মিয়াকে উদ্ধার করে আর কে পুর থানায় নিয়ে যায়৷ এই ঘটনায় চাঞ্চল্য,উৎকন্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে জেলা হাসপাতাল এলাকায়৷


হাসপাতালে আসা রোগীর আত্মীয় স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন৷ উত্তেজিত জনতা ও রোগীর আত্মীয়রা পরবর্তী সময়ে অভিযুক্ত দুলাল মিয়া পাশে দাঁড়ায়৷ অভিযোগ তোলে ওই মহিলার বিরুদ্ধে আদৌ মহিলা সত্যি কথা বলছে কিনা এবং দুলাল মিয়া সম্পর্কে তার এলাকা থেকে খবরা খবর নিয়ে সাফাই দিতে থাকে জনগণ৷ দুলাল মিয়ার মূল অপরাধ ছিল ঘটনাস্থল থেকে পালাবার চেষ্টা, যার ফলে জনগণ উত্তেজিত হয়ে তাকে মারধোর করে৷ একসময় দুলাল মিয়া উত্তেজিত জনতার হাতে মার খেয়ে রক্তাক্ত হয়ে পড়ে থাকে এবং তার কাছ থেকে জানা যায় পুরানো একটি মামলার বিষয় মনে করে সে সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল৷


তবে আদৌ দুলাল মিয়া যদি চুরি করে না থাকে তাহলে কেনইবা ওই মহিলা দুলাল মিয়ার বিরুদ্ধে চুরি করার অভিযোগ তুলল সে নিয়ে প্রশ্ণ তুলেছে উত্তেজিত জনতা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কিছু উত্তেজিত জনতা মহিলার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে৷ মহিলা মিথ্যা কথা বলে একজন সাধারন যুবককে চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *