BRAKING NEWS

করোনা-সংক্রমণে জর্জরিত ব্রাজিল, ২৪ ঘন্টায় মৃত্যু ৩,১২০ জনের

রিও ডি জেনেইরো, ২৮ এপ্রিল (হি.স.): ব্রাজিলে মারণ করোনাভাইরাস কেড়ে নিল আরও ৩ হাজার ১২০ জনের প্রাণ। তাছাড়া বিগত ২৪ ঘন্টায় অনেকটাই বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১২০ জনের, এই সময়ে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৬,০৮৫ জন। ফলে ব্রাজিলে ৩ লক্ষ ৯৫ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ব্রাজিলে নতুন করে ৩ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৫ হাজার ৩২৪-তে পৌঁছেছে।

করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৭৬,০৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৪,৪৪৬,৫৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১২,৯৯২,৪৪২ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,০৫৮,৭৭৫ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *