BRAKING NEWS

কোটি কোটি প্রণাম ডক্টরজি : কেশব হেগড়েওয়ারকে শ্রদ্ধা তথাগত রায়ের

কলকাতা, ১ এপ্রিল (হি. স.) : আরএসএস প্রতিষ্ঠাতা কেশব হেগড়েওয়ারকে জন্মদিনের শ্রদ্ধা জানালেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার টুইটে তথাগতবাবু লিখেছেন, “১৮৮৯-এর এই দিন নাগপুরে কেশব বলিরাম হেগড়েওয়ার নামে এক শিশু জন্ম নিয়েছিল। পরে তিনি কলকাতায় ডাক্তারি পড়তে আসেন। বাঙলার বিপ্লবীদের সান্নিধ্যে এসে ভাবনার খোরাক পেলেন। অনুভব করলেন, হিন্দুদের হিন্দু হিসাবে একত্রিত হতে হবে।

পরবর্তীকালে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি, ভিএইচপি-র মত বিবিধ সংগঠন তৈরি হয়। আমরা স্বয়ংসেবকরা নিশ্চিতভাবে আরএসএস-এর প্রতি আনুগত্য প্রকাশ করি। কিন্তু এসব সম্ভব হত না যদি এক ত্যাগী চিকিৎসক ১২টি বালককে নিয়ে কঠিন পথে যাত্রা শুরু করতেন।”তাঁরা কারও বিরুদ্ধে নন, শুধু হিন্দুদের একজোট করতে চাইছেন। এই দাবি করে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, “হাজারো বাধা অতিক্রম করে হিন্দুদের ঐক্য স্থাপনেই এই সংগঠন গড়েছিলেন আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেগড়েওয়ার। অনেকে বাধা দিয়েছিল আমাদের। কিন্তু আমরা অবিচল রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *