BRAKING NEWS

কুয়াশা ও বায়ুদূষণে নাজেহাল দিল্লি, ট্রেন চলাচলে বিঘ্ন

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): কুয়াশার দাপট থেকে কোনওভাবেই রেহাই পাচ্ছে না রাজধানী দিল্লি। সঙ্গে দোশর বায়ুদূষণ ও ঠাণ্ডা। কুয়াশা ও বায়ুদূষণে মঙ্গলবারও নাজেহাল হল রাজধানী দিল্লি। এদিন সকালে দিল্লি এনসিআর-এর সর্বত্রই কুয়াশার চাদরে ঢাকা ছিল। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির বাতাস এদিন মাত্রাতিরিক্ত দূষিত ছিল, সার্বিক এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৪৭, যা খুব খারাপ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এদিনও বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি দৃশ্যমানতার অভাবে দেরিতে চলাচল করেছে চারটি ট্রেন।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের বরেলি, লখনউ ও গোরক্ষপুরে দৃশ্যমানতা ছিল ২৫ মিটার, গঙ্গানগর, পাটিয়ালা, বাহরাইচ এবং পূর্ণিয়ায় দৃশ্যমানতা ছিল ৫০ মিটার, তেজপুর ও নালিয়ায় ২০০ মিটার, দিল্লি (পালম), অমৃতসর, সুলতানপুর, পাটনা, ভাগলপুর এবং কৈলাশরে ৫০০ মিটার। ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্জাব, উত্তর-পশ্চিম রাজস্থান এবং উত্তর প্রদেশ। মৃদু কুয়াশা ছিল বিহার, অসম ও ত্রিপুরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *