BRAKING NEWS

কুড়ি লক্ষ টাকার ইয়াবাসহ চুড়াইবাড়িতে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ জানুয়ারি৷৷ ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ৷ জানা গেছে আজ সন্ধা রাত আটটা নাগাদ গোপন সুত্রের ভিত্তিত্বে উ:ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী দলবল নিয়ে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের চোরাইবাড়ি এলাকার শনিছড়া এলাকার এক গোপন ডেরায় হানা দিলে এ সাফল্য আসে৷এতে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক ধরা পড়ে৷ধৃত যুবকের নাম জাকির হোসেন(৩০)বাড়ি হাইলাকান্দি জেলায়৷


এ অভিযান সম্পর্কে উ:ত্রিপুরার এসপি জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যালেটগুলোর বাজার মুল্য প্রায় কুড়ি লক্ষ টাকার মত হবে৷মাদক পাচারকারি যুবকটি শিলচর হয়ে ট্রেনযোগে আজ সন্ধায় চোরাইবাড়ির লাগোয়া নদিয়াপুর রেল ষ্টেশনে নেমে তার গন্তব্যস্থলে যাবার প্রচেষ্টা করে৷এমন খবর পেয়ে প্রথম থেকেই ত্রিপুরা পুরলিশ সবদিকে জাল বিছিয়ে রাখে৷


কিন্তু সন্ধা ঘনিয়ে যাবার পরও সে জালে না পড়ায় পুলিশ ফের অভিযানের ধরন বদলে সাদা পোষাকে তল্লাশিতে নেমে তাকে স্থানীয় শনিছড়া বাজার এলাকার এক গোপন ডেরা থেকে আটক করে৷আগামিকাল তাকে ধর্মনগর সিজেএম আদালতে সোপর্দ করা হবে,এবং নেশার ট্যাবলেটগুলোকে ফরেনসিক রিপোর্টের জন্য আগরতলার বিশেষ ল্যাবে প্রেরণ করা হবে৷এদিবকে পুলিশি জেরায় ধৃত মাদক পাচারকারি যুবকটি জানায় যে নেশার ট্যাবলেটগুলো সে মিজোরাম রাজ্য থেকে সংগ্রহ করেছে৷এবং এগুলো ত্রিপুরার আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের কথা ছিল৷

এিিদকে হাইলাকান্দির যুবক নেশা সামগ্রী সহ ত্রিপুরায় আটক হওয়াতে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ণ চিহ্ণ বিরাজ করছে৷বিভিন্ন মহলের কথায় বার বার বরাক উপত্যকার নেশা কারবারিরা ত্রিপুরায় গিয়ে ধরা পড়লেও স্থানীয় প্রশাসন ভাত ঘুমে৷এতুে স্বাভাবিক ভাবে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের পাথারকান্দি পুলিশ চোরাইবাড়ি পুলিশ বারইগ্রাম জিআরপিএফ চাঁন্দখিরা পুলিশ ও কাঁঠালতলি পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *