BRAKING NEWS

জন্মদিনে মোদী বন্দনায় মাতল দেশ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): নিজের জন্মদিন সেভাবে কখনই পালন করেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| কিন্তু, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিজেপি শিবিরর পাশাপাশি গোটা দেশ পালন করল প্রিয় নেতার জন্মদিন| প্রধানমন্ত্রীর ৬৯ তম জন্মদিন বলে কথা! মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা-কর্মীরা| প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাইক্রোব্লগিং সাইট টুইটারও|

প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে উড়তে লাগল ডিজিটাল রঙিন বেলুন| প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, নির্মলা সীতারমণ, রবিশঙ্কর প্রসাদ, আর কে সিনহার মতো বিজেপি নেতৃত্ব| রাজনৈতিক ভাবে মতাদর্শগত ফারাক থাকলেও তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর ৬৯ তম জন্মদিন পালন করতে মেতেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। মন্ত্রিসভার সতীর্থরা তো বটেই বিজেপির ছোট-বড় নেতারা টুইট করে, ফুল পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীর ৬৯ তম জন্মদিন উপলক্ষ্যে মধ্যপ্রদেশের ভোপালে ৬৯ ফুট লম্বা কেট কাটলেন বিজেপি কর্মীরা। এছাড়াও উত্তর প্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে সঙ্কট মোচন মন্দিরে ভগবান হনুমানকে সোনার মুকুট উৎসর্গ করলেন মোদী-ভক্ত অরবিন্দ সিং।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে দিল্লির সি ডি দেশমুখ প্রেক্ষাগৃহে আয়োজিত হল ‘সেবা-সঙ্কল্প দিবস’ অনুষ্ঠান| প্রদীপ প্রজ্বলন করে ‘সেবা-সঙ্কল্প দিবস’ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভারম্ভ করেছেন প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ আর কে সিনহা, বিজেপি সাংসদ রবি কিশান এবং প্রবীণ সাংবাদিক রাম বাহাদুর রায়| কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। পিছিয়ে ছিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সোনিয়ার বার্তা, ‘জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হার্দিক শুভেচ্ছা।’ পাশাপাশি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন সোনিয়া গান্ধী।অত্যন্ত ব্যস্ততার কারণে মায়ের সঙ্গে দেখাই হয় না প্রধানমন্ত্রীর| কিন্তু, জন্মদিন বলে কথা, তাই মায়ের সঙ্গে দেখা করা চাই। জন্মদিনে প্রতিবছরই সকাল সকাল মায়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী| কিন্তু, এবার নমামি মহোত্সব উত্সবের জন্য মায়ের সঙ্গে দেখা করার সময়ে বদল আনেন প্রধানমন্ত্রী| মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত কার্যক্রম শেষে, দুপুরেই গান্ধীনগরের বাসভবনে গিয়ে মা হীরাবেন-এর সঙ্গে দেখা করেন ৬৯ বছর বয়সি মোদী| মায়ের পা ছুয়ে আশীর্বাদ নেন দেশের জনপ্রিয় এই নেতা| মা ও ছেলে একসঙ্গে দুপুরের খাবারও খান| দীর্ঘ সময় মায়ের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী|

অন্য দিনের মতই অবশ্য এ দিনও ঠাসা কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। ৬৯ তম জন্মদিন এবার একটু অন্যরকমভাবেই উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সকাল সকাল মা হীরাবেন-এর সঙ্গে দেখা করার পরিবর্তে এদিন সকালেই নর্মদা জেলার কেভাড়িয়াতে পৌঁছন প্রধানমন্ত্রী| সেখান থেকে যান সর্দার সরোবর বাঁধে| কেভাড়িতে এদিন খালভানি ইকো- ট্যুরিজম স্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী| এছাড়াও জঙ্গল সাফারি ট্যুরিস্ট পার্ক, ক্যাকটাস গার্ডেন, নিউট্রিশন পার্কও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী| পুজো দেন গরুদেশ্বর দত্ত মন্দিরে| এরপর দুপুরে গান্ধীনগরে মা হীরাবেনের কাছে যান মোদী। মায়ের সঙ্গে দীর্ঘ সময় কাটান তিনি।

অমিত শাহ : নিজের টুইটার হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘দৃঢ় ইচ্ছাশক্তি, নির্ণায়ক নেতৃত্ব এবং অক্লান্ত পরিশ্রমের প্রতীক ও সর্বাধিক জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা| আপনার নেতৃত্বে উদীয়মান নতুন ভারত বিশ্বের মধ্যে শক্তিশালী, সুরক্ষিত ও নির্ভরয়োগ্য রাষ্ট্র হিসেবে উন্নীত হয়েছে|’

যোগী আদিত্যনাথ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইটারে লিখেছেন, ‘জন্মদিনে প্রধানমন্ত্রীকে হার্দিক শুভেচ্ছা| সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র নিয়ে নতুন ভারত গড়ায় আপনার উত্সর্গ, অঙ্গীকার আমাদের সর্বদাই অনুপ্রাণিত করে| আপনার সুস্বাথ্য ও দীর্ঘায়ু কামনা করি|’

স্মৃতি ইরানি : নিজের টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে বৃহত্ গণতন্ত্র, ভারতের সমৃদ্ধ, শক্তিশালী ও দৃঢ় প্রত্যয়ী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা|’

রবিশঙ্কর প্রসাদ : কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, ‘আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং সম্মানীয় বিশ্বনেতা শ্রী নরেন্দ্র মোদীজীকে জন্মদিনের শুভেচ্ছা| আপনার সুস্বাথ্য ও দীর্ঘায়ু কামনা করি|’

রবীন্দ্র কিশোর সিনহা : মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ আর কে সিনহা লিখেছেন, ‘আমাদের পরম-আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে জন্মদিনের অনেক অনেক অভিনন্দন-সহ হার্দিক শুভেচ্ছা| আপনি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি| আপনি এভাবেই দেশ নির্মাণে নেতৃত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে চলুন|’ এদিনই দিল্লিতে সেবা-সঙ্কল্প দিবসের আয়োজন করা হয়| প্রদীপ প্রজ্বলন করে সেবা-সঙ্কল্প দিবস কার্যক্রমের শুভারম্ভ করেন সাংসদ আর কে সিনহা, রবি কিষাণ এবং প্রবীণ সাংবাদিক রাম বাহাদুর রায়|

অরবিন্দ বাবু জানিয়েছেন, ‘লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমি ব্রত নিয়েছিলাম, মোদীজি যদি পুনরায় কেন্দ্রে সরকার গঠন করেন তবে ভগবান হনুমানকে ১.২৫ কেজি ওজনের সোনার মুকুট উৎসর্গ করব।’ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আনন্দে মাতোয়ারা বিজেপি নেতা-কর্মীরা। সোমবার রাতেই ইন্ডিয়া গেটের কাছে দলীয় কর্মীদের সঙ্গে মোদীর জন্মদিন উদযাপন করেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে দিল্লির সি ডি দেশমুখ প্রেক্ষাগৃহে আয়োজিত হল ‘সেবা-সঙ্কল্প দিবস’ অনুষ্ঠান| প্রদীপ প্রজ্বলন করে ‘সেবা-সঙ্কল্প দিবস’ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভারম্ভ করেছেন প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ আর কে সিনহা, বিজেপি সাংসদ রবি কিশান এবং প্রবীণ সাংবাদিক রাম বাহাদুর রায়|

কার্যক্রমের শুভারম্ভ করেন এইচএস নিউজ লাইভ (হিন্দুস্থান সমাচার)-এর সম্পাদক প্রতিভা জ্যোতি| অনুষ্ঠান শুরু হওয়ার পরই, পরিবেশ দূষণ এবং প্রাণীদের মৃত্যুর জন্য দায়ী প্লাস্টিক মুক্তির জন্য সঙ্গীত পরিবেশন করেন গায়িকা মণীষা শ্রীবাস্তব| ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ৬৯ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ আর কে সিনহা লিখেছেন, ‘আমাদের পরম-আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে জন্মদিনের অনেক অনেক অভিনন্দন-সহ হার্দিক শুভেচ্ছা| আপনি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি| আপনি এভাবেই দেশ নির্মাণে নেতৃত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে চলুন|’ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তাঁরা সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করি।’
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা : মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছার বার্তায় ছেয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা-মন্ত্রী তাঁকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অমিত শাহ টুইটে লিখেেছন, মোদীর নেতৃত্বে দেশ উন্নতীর শিখরে পৌঁছেছে। গোটা বিশ্বের কাছে ভারতের মান উজ্জ্বল হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, প্রধানমন্ত্রী সুস্থ জীবন কামনা করি। তাঁর নেতৃত্বে দেশ আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *