BRAKING NEWS

কোস্ট গার্ডের প্রধানের দায়িত্ব নিলেন কে নটরাজন

নয়াদিল্লি, ৩০ জুন (হি. স.) : ভারতীয় কোস্ট গার্ডের প্রধান হিসেবে নিযুক্ত হলেন ডিরেক্টর জেনারেল কৃষ্ণস্বামী নটরাজন। ৩০ জুন, রবিবার এই পদ থেকে অবসর নিলেন রাজেন্দ্র সিংহ এবং পরবর্তী সেনা প্রধানের পদে কোস্ট গার্ড অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। 


১৯৮৪ সালের ১৮ জানুয়ারি ভারতীয় কোস্ট গার্ডে যোগ দেন কে নটরাজন। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে স্নাতক ডিগ্রি পাশ করেন তিনি। উপকূলরক্ষী বাহিনীর সমুদ্র ও তটে নিয়োগের ক্ষেত্রে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের দায়িত্ব সামলেছেন। অ্যাডভান্সড অফশোর প্যাট্রোল ভেসেল (এওপিভি) – সংগ্রাম থেকে শুরু করে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি)- ভীরা, ফাস্ট প্যাট্রোল ভেসেল (এফপিভি)- কনকলতা বড়ুয়া এবং ইনশোর প্যাট্রোল ওয়েসেল (আইপিভি) – চাঁদবিবি, ভারতীয় কোস্ট গার্ডের সব শ্রেণীর জাহাজের নেতৃত্ব দিয়েছেন এই ফ্ল্যাগ অফিসার। এদিন থেকে কোস্ট গার্ডের সেনা প্রধানের পদে অধিষ্ঠিত হলেন কৃষ্ণস্বামী নটরাজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *