BRAKING NEWS

নাইডু শাসনের অবসান, অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জগনমোহন রেড্ডি

বিজয়ওয়াড়া, ৩০ মে (হি.স.): অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে এন চন্দ্রবাবু নাইডুকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি| সমস্ত হিসেব-নিকেষ ‘ভুল’ প্রমাণিত করেছেন জগনমোহন রেড্ডি| অবশেষে ৩০ মে অন্ধ্রপ্রদেশের কুর্সিতে বসলেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি| অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫টি আসনের মধ্যে ১৫১টি আসনে জয়লাভ করেছে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি| নাইডুর তেলুগু দেশম পার্টির ঝুলিতে মাত্র ২৩টি আসন| দেশরক্ষায় ব্যস্ত নাইডুর হাত ছাড়া হয়ে গিয়েছে নিজের রাজ্যের শাসনভারই| অবশেষে ৩০ মে (বৃহস্পতিবার) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি| এই নিয়ে দ্বিতীয় বার অন্ধ্রপ্রদেশের কুর্সিতে বসলেন জগনমোহন রেড্ডি|

বিজওয়াড়ার ইন্দিরা গান্ধী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ৪৬ বছর বয়সি জগনমোহন রেড্ডিকে শপথবাক্য পাঠ করিয়েছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ইএসএল নরসিমহা| জনগণকে ধন্যবাদ জানাতে জানাতে এদিন স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করেন জগনমোহন রেড্ডি| রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমকে প্রেসিডেন্ট এম কে স্ট্যালিন এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ| বিজয়ওয়াড়ায় জগনমোহন রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে| কিন্তু, জগনমোহন রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না চন্দ্রবাবু নাইডু| জগনমোহন রেড্ডির শপথগ্রহণের প্রাক্কালে অমরাবতীতে ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধানের সঙ্গে সাক্ষাত্ করে টিডিপি-র প্রতিনিধি দল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *