BRAKING NEWS

বিতর্কিত মন্তব্য প্রজ্ঞার : রিপোর্ট জমা পড়ল মধ্যপ্রদেশ নির্বাচন কমিশনে

ভোপাল, ১৭ মে (হি.স.): প্রজ্ঞা সিং ঠাকুর মানেই বিতর্ক! তাঁর নামের সঙ্গে বিতর্ক প্রায় সমার্থক হয়ে উঠেছে| জাতীয় জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে আখ্যা দিয়েছেন ভোপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর| পরে অবশ্য ক্ষমাও চাইছেন| কিন্তু, বিতর্ক পিছু ছাড়ছে না| সম্প্রতি নাথুরাম গডসের প্রসঙ্গ তুলে দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান বলেছিলেন, ‘ভারতের প্রথম উগ্রপন্থী একজন হিন্দুই ছিলেন| তিনি মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে|’ কমল হাসানের সমালোচনার জবাব দিতে গিয়ে প্রজ্ঞা সিং ঠাকুর বলেছেন, ‘নাথুরাম গডসে দেশপ্রেমিক ছিলেন, দেশপ্রেমিক আছেন এবং দেশপ্রেমিকই থাকবেন|’ পরে অবশ্য ক্ষমা চেয়ে প্রজ্ঞা বলেছিলেন, ‘কারও ভাবাবেগকে আঘাত করার অভিপ্রায় ছিল না আমার| যদি কাউকে আঘাত করে থাকি, তবে আমি ক্ষমাপ্রার্থী|’

কিন্তু, বিতর্ক পিছু ছাড়ছে না| প্রজ্ঞা সিং ঠাকুরের বিতর্কিত এই মন্তব্যের জন্য বৃহস্পতিবারই মধ্যপ্রদেশ নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন| শুক্রবার সকালেই মধ্যপ্রদেশের আগর মালবা জেলার জেলা নির্বাচনী অফিসার বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে মধ্যপ্রদেশ নির্বাচন কমিশনে| এবার নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেই অপেক্ষায় দেশের রাজনৈতিক মহল| প্রসঙ্গত, জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারীকে ‘দেশভক্ত’ আখ্যা দেওয়ায়, প্রজ্ঞার মন্তব্যের জন্য দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলই সমালোচনায় সরব হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *