BRAKING NEWS

শোপিয়ান এনকাউন্টার : নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম একজন সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ১০ মে (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে লাগাতার সাফল্য পাচ্ছে নিরাপত্তা বাহিনী| আবারও দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলা| শুক্রবার সকালে শোপিয়ান জেলার আমশিপোরা-রামনগরী গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত একজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ|

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার আমশিপোরা-রামনগরী গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোর থেকেই আমশিপোরা-রামনগরী গ্রামে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে সন্ত্রাসবাদীদের লক্ষ্য পাল্টা গুলি চালাতে থাকেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ| জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন ওই কর্তা জানিয়েছেন, সম্ভবত গুলির লড়াই চলাকালীন বাকি সন্ত্রাসবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *