BRAKING NEWS

ভারতে বোরখা নিষিদ্ধ করার দাবি শিবসেনা বা উদ্ধবের নয় : সঞ্জয় রাউত

মুম্বই, ৫ মে (হি. স.) : পাবলিক প্লেসে বোরখা নিষিদ্ধ করা হোক, শিবসেনার এমন দাবি প্রসঙ্গে এবার মুখ খুললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। রবিবার তিনি সাফ জানিয়ে দিলেন, বোরখা বন্ধের দাবি শিবসেনা বা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে কারওরই নয়। অথচ, গত বুধবার শিবসেনার মুখপত্র ‘সামানা’-য় প্রকাশিত একটি লেখা থেকেই এই বিতর্কের সূত্রপাত। মারাঠি দৈনিক ‘সামানা’-র সম্পাদকীয় বিভাগে প্রকাশিত সেই লেখায় শিবসেনার পক্ষ থেকে পাবলিক প্লেসে বোরখার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে বলা হয়, \”ইতিমধ্যে রাবণের শ্রীলঙ্কায় এই নিষেধাজ্ঞা এসেছে, কখন এটি রামের অযোধ্যায় বাস্তবায়িত হবে – এটা আমাদের প্রশ্ন (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদীকে।\” এদিন সঞ্জয় রাউত জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার পরিস্থিতির বিশ্লেষণ করা হয়েছে ওই লেখায়।


এ প্রসঙ্গে এদিন বর্ষীয়ান শিবসেনা নেত্রী নিলম গোরহে বলেছেন, \”কারওর ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এমন দাবি উঠতে পারে। কিন্তু তা কখনওই শিবসেনা বা দলের প্রধানের পক্ষ থেকে বলা হয়নি।\” উল্লেখ্য, দিনকয়েক আগেই মহারাষ্ট্রে প্রকাশিত শিবসেনার মুখপত্রে একটি লেখায় এই দাবি করা হয় যে, পাবলিক প্লেসে বোরখা নিষিদ্ধ করা হোক। ভারতীয় জনতা পার্টির সহযোগী শিবসেনার সেই দাবির পাল্টা জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে বুধবার জানিয়েছিলেন, \”এটি একটি ঐতিহ্য, ভারতে বোরখা নিষিদ্ধ করা উচিত নয়।\” এর আগে শিবসেনা তাদের দাবিতে জানায়, \”অনেক মুসলমান তাদের ধর্মের (ইসলাম) সত্যিকারের অর্থ বুঝতে পারছেন না এবং তাঁরা বোরকা মত ঐতিহ্য ও প্রথায় বিভ্রান্ত হচ্ছেন। ইস্টারে সন্ত্রাসী হামলার ফলে ২৫০ জনের বেশি প্রাণহানি ঘটেছিল, শ্রীলঙ্কার সরকার সেই ভুল বুঝতে পেরেছে, যার ফলে তারাও এমন পরিকল্পনা করতে চলেছে।\” দৈনিক ‘সামানা’-এ প্রকাশিত সেই সম্পাদকীয় প্রতিবেদনে আরও বলে হয়েছিল, \”এই সীমাবদ্ধতাটি জরুরি অবস্থা হিসাবে সুপারিশ করা হয়েছে যাতে নিরাপত্তা বাহিনীর কাউকে চিহ্নিত করতে অসুবিধা না হয়। মুখে মুখোশ বা বোরখা পরা ব্যক্তিরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।\”এরই প্ৰত্যুত্তরে এদিন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে জানান, \”বোরখা পরিধানকারী সব নারী সন্ত্রাসী নয়, যদি তারা সন্ত্রাসী হয় তবে তাদের বোরখা অপসারণ করা উচিত। এটি একটি ঐতিহ্য এবং এটি পরিধান করার অধিকার তাদের আছে, ভারতে বোরখা নিষিদ্ধ করা উচিত নয়।\” এরপর রবিবাসরীয় সকালে শিবসেনার ওই মুখপত্রের বিরুদ্ধে মুম্বরায় \”সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও\” স্লোগান তুলে বিক্ষোভ দেখান প্রায় শতাধিক মুসলিম মহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *